অরূপ মাহাত: ভারতের চন্দ্রযান-২ সাফল্যের খুব কাছে পোঁছেও অনিশ্চয়তার মেঘে ঢাকা পড়েছে। তবে তাতে ইসরোর বিজ্ঞানীদের কৃতিত্ব কোন অংশেই কমে যায় না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানীদের পাশে থেকে জাতির উদ্দেশ্যে ভাষণও দেন। সারা দেশ ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে গর্ব অনুভব করছে। অথচ সেই বিজ্ঞানীদের বেতন আগের থেকে কমেছে সে খবর কেউ রাখেনি। আগের থেকে ১০ হাজার টাকা বেতন কমেছে বিজ্ঞানীদের। কেন্দ্র সরকার গত জুন মাসেই এই বেতন কমানোর সিদ্ধান্ত নেয়।
সূত্রের খবর, চন্দ্রযান-২ এর সাফল্যে যখন মাতোয়ারা সারা দেশ ঠিক তখনই এই বেতন কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। গত ১২ জুন এক নির্দেশিকা জারি করে ইসরোর বিজ্ঞানীদের বেতন এক ধাক্কায় ১০ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ১ লা জুলাই ২০১৯ থেকে এই কম বেতন নিতেই বাধ্য হচ্ছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে বিরোধীরা অবশ্য মোদী সরকারের সমালোচনা করতে ছাড়েননি। তাদের দাবি, মোদী লোক দেখানো বিজ্ঞানীদের প্রতি সহানুভূতিশীল হলেও বিজ্ঞানীদের বেতন কমিয়ে আসলে তাদের প্রতি বঞ্চনাই এই সরকার।