ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে একজন উজ্জ্বল তারকা হয়ে উঠেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। একটা সময় ভারতীয় দলে তিনি সহজে জায়গা করে নিতে পারেননি। কিন্তু তার ধারাবাহিকতা এবং তার খেলার স্টাইল তাকে করে তুলেছে একজন অভিজ্ঞ অধিনায়ক এবং আইপিএলে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান ও উইকেট কিপার। দীর্ঘদিন ধরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক করে আসা সঞ্জু স্যামসন ইতিমধ্যেই রাজস্থান রয়েলসের একজন অন্যতম ম্যাসকট হয়ে উঠেছেন। এইবারে তার অধিনায়কত্বে ফাইনাল পর্যন্ত গিয়েছিল রাজস্থান। কিন্তু শেষ রক্ষা হয়নি।
তবে নিজের যথাসাধ্য চেষ্টা করে রাজস্থানকে আইপিএল জেতানোর পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সঞ্জু স্যামসন। শেষ দিকে গুজরাটের ডেভিড মিলার খেলা ঘুরিয়ে দিলেও পুরো ম্যাচে সঞ্জু স্যামসন ছিলেন লাইম লাইটে। তবে আইপিএলের তারকা হলেও ব্যক্তিগত জীবনে তিনি একেবারেই অন্যরকম। ২০১৮ সালে তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা চারুলতা কে বিবাহ করেন। কলেজের জীবন থেকেই তাদের দুজনের মধ্যে প্রেম সম্পর্ক চলে আসছে। জানিয়ে রাখি, চারুলতা সঞ্জুর কলেজের ক্লাসমেট ছিলেন। তিরুবনন্তপুরম এর মার ইভানিওস কলেজ থেকে দুজনে একসাথে পড়াশোনা করেন।
সেই কলেজে চারুলতা রসায়ন বিভাগে স্নাতক হয়েছিলেন এবং অন্যদিকে সঞ্জু স্যামসন কলা বিভাগের স্নাতক ছিলেন। ২০১৪ সালে তাদের দুজনের কলেজে দেখা হয়েছিল। সেই সময় সঞ্জু স্যামসন ফেসবুকে চারুলতাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ছিলেন এবং সেই সময় থেকেই তাঁদের দুজনের মধ্যে সম্পর্কের সূত্রপাত। পাঁচ বছরের সম্পর্কের পর ২২ ডিসেম্বর ২০১৮ সালে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয়। সঞ্জু স্যামসন আদতে একজন ইসাই এবং চারুলতা একজন হিন্দু নায়ার। কিন্তু তবুও তাদের পরিবার তাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি কখনো।
দুজনের বিবাহ হয়েছিল কেরালার কোভালাম শহরে। বিবাহ ধুমধাম করে হলেও শুধুমাত্র পরিবারের মধ্যেই সীমিত রাখতে চেয়েছিলেন তাদের বিবাহের সম্পূর্ণ অনুষ্ঠান। তাই খুব কাছের বন্ধু এবং পরিবারের সদস্য ছাড়া বাকি কেউ তাদের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন না। সৌন্দর্যের দিক থেকেও কোন অভিনেত্রী থেকে কম যান না সঞ্জু স্যামসন এর স্ত্রী চারুলতা। বলতে গেলে তিনি সঞ্জু স্যামসনের সবথেকে বড় সমর্থক।