অরূপ মাহাত: বিজ্ঞানের অগ্রগতিতে ভারত যে একটি প্রথম সারির দেশ তার পরিচয় বারবার দিয়েছে ভারতের বিজ্ঞান গবেষণা সংস্থা ইসরো। ইসরোর বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় চন্দ্রযান-২ পৃথিবী ছেড়ে চাঁদে রওনা দেয়। উৎক্ষেপণ সফল হলেও অবতরণ সফল হলো না। চাঁদের মাটিতে পা রাখার মাত্র ২.১ কিমি আগে ইসরোর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। তবে এতে হতাশ নন ১৩০ কোটি ভারতবাসী। চাঁদের মাটিতে এখনও সচল রয়েছে বিক্রম। ইসরো মারফত এই খবর পেয়ে তারা আশ্বস্ত।
ইসরোর সাথে ল্যান্ডার বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও কিছু সদর্থক দিক খুঁজে বের করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। সবচেয়ে কম খরচে চন্দ্রযান পাঠানো তারমধ্যে অন্যতম। ২০১৯ এর সাধারণ নির্বাচনে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল মোট ৬০ হাজার কোটি টাকা খরচ করে। অথচ চন্দ্রযান পাঠাতে ইসরোর খরচ হয় মাত্র ৯৭৮ কোটি টাকা। দুবাইয়ের বুর্জ খলিফা, গুজরাটের স্ট্যাচু অব ইউনিটি থেকে অবতার, অ্যাভেঞ্জারস্ এন্ড গেম সিনেমা বানাতেও এর থেকে বহুগুণ বেশি অর্থ খরচ হয়েছিল।