অরূপ মাহাত: রাজ্যের প্রভাবশালী নেতা তিনি। খোদ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাই। অথচ বেশ কিছুদিন ধরেই ময়দানে নেই বীরভূমের একনিষ্ঠ তৃণমূল কর্মী অনুব্রত মন্ডল। নিজেকে বারবার তৃণমূলের অনুগত সৈনিক বলে দাবি করা সেই নেতাকে নিয়েই এবার প্রশ্ন উঠলো। অনুব্রত মন্ডলের বিজেপিতে যোগদানের জল্পনা উস্কে দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
গতকাল, মঙ্গলবার সিউড়িতে বিজেপির অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি এই বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ‘মামলার হাত থেকে বাঁচতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চাইছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল।’ শুধু তাই নয় এই মঞ্চ থেকেই অনুব্রত সহ বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নজিরবিহীন আক্রমণ করেন তিনি। তিনি বলেন, ‘১২ দিন আগে ৩০০ গুন্ডা নিয়ে অনুব্রত মন্ডল আমাকে হারাতে এসেছিল। কিন্তু আমি তা রুখে দিয়েছি।
ওই কেষ্ট মন্ডল আসলে কয়লা চোর, বালি চোর।’ এদিন বীরভূম জেলা পুলিশকেও একহাত নেন তিনি, ‘পুলিশগুলো তো এখন তৃণমূলের লোক হয়ে গিয়েছে।’ বিজেপি সাংসদের এমন মন্তব্যের পরই জল্পনা ছড়ায় তবে কি দিদির একদা প্রিয় ভাইও গেরুয়া শিবিরে পা বাড়িয়ে রেখেছে? সব প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে।