সম্প্রতি আসামে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ায় জানা গিয়েছে ১৯.০৬ লক্ষ মানুষ তালিকার বাইরে রয়েছে। এমন অবস্থায় মণিপুরে এনআরসি চালু করার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। রাজ্যকে অবৈধ অনুপ্রবেশকারীমুক্ত করতে নাগরিকপঞ্জি তৈরির বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে মনিপুর বিধানসভা। এন বিরেন সিং এর দাবি শুধু তিনি নন, মণিপুরের অনেকেই রাজ্যে এনআরসি চালু করতে চাই। তিনি আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন দেশের কোথাও অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হবে না। তাই কেন্দ্র সরকারকে আমরা অনুরোধ করব। “শুধু আসাম ও মনিপুর নয় বরং উত্তর পূর্বের বাকি রাজ্যেগুলোতেও এনআরসির প্রয়োজন বলে মনে করেন তিনি।