কে এল রাহুলের নেতৃত্বে ভারতীয় দলকে আগামী ৯ই জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে খেলবে। ভারতের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। তার কারণ অবশ্য এই যে, আজ পর্যন্ত ঘরের মাঠে আফ্রিকান দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। এমন পরিস্থিতিতে প্রথম ম্যাচে অনেক খেলোয়াড়কে প্রথম একাদশ থেকে নির্বাসিত করতে পারেন অধিনায়ক রাহুল।
ইতিমধ্যে বিরাট কোহলির সাথে সাথে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। এমন পরিস্থিতিতে তার জায়গায় ওপেন করার সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ। ২০২২ আইপিএলে বেশ ছন্দে ছিলেন ঈশান কিশান, ৪০০-এর বেশি রান করেছেন তিনি। কে এল রাহুল এবং ঈশান কিষাণ হতে পারেন ভারতের নতুন ওপেনিং পার্টনার। তিন নম্বরে বিরাট কোহলির জায়গায় সুযোগ পেতে পারেন শ্রেয়াস আইয়ার।
এদিকে মহেন্দ্র সিং ধোনির ও বর্তমানে ভারতীয় দলের একমাত্র উইকেটরক্ষক হিসেবে তার জায়গা পূরণ করছেন ঋষভ পন্থ। তার সাথে আইপিএলে দূর্দন্ত পারফরম্যান্স করে প্রথম একাদশে সুযোগ করে নিতে পারেন দীনেশ কার্তিক। ষষ্ঠ পজিশনে অবশ্য জায়গাটা পাকাপাকি করে ফেলেছেন হার্দিক পান্ডিয়া।
তাছাড়া বোলার নির্বাচনের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কে এল রাহুল। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের বিপরীতে হার্সেল প্যাটেল এবং তরুণ বোলার আরশদীপ সিংকে দেখা যেতে পারে। তাছাড়া আইপিএলে পার্পেল ক্যাপের মালিক যুজবেন্দ্র চাহালের সাথে স্পিনার জুটি বাঁধতে পারেন অক্ষর প্যাটেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: কে এল রাহুল (অধিনায়ক), ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, হার্সেল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল।