অরূপ মাহাত: আপনি যদি ব্যবসায়ী হন, অথবা ব্যবসা করার কথা ভাবছেন। তাহলে কেন্দ্র সরকার আপনার জন্য নিয়ে এসেছে এক অভাবনীয় সুযোগ। আপনার ব্যবসার মোট মূলধনের ৬০ শতাংশ দেবে নরেন্দ্র মোদীর সরকার। তবে শর্ত একটাই ব্যবসা করতে গোবর ও গোমূত্র নিয়ে। ডেয়ারি শিল্পের পাশাপাশি এই ব্যবসায় স্টার্টআপের জন্য এই অনুদান দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বর্তমানে এই শিল্পে বহু সুযোগ সৃষ্টি হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তাঁদের দাবি, এর ফলে দেশে বেকারত্বের সমস্যা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ।
এই প্রকল্পের বিষয়ে অনেকটাই এগিয়েছে কেন্দ্র। এই উদ্দেশ্যে ‘কামধেনু যোজনা’ বলে একটি প্রকল্প নিয়ে এসেছে মোদী নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পকে সফল করতে বাজেটও পেশ করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। যদিও বিরোধীদের পক্ষ থেকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিকে। তাদের দাবি, দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা চলছে, একের পর এক ব্যবসায়িক ক্ষেত্রের ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে আর বিজেপি মেতে রয়েছে গোবর আর গোমূত্র নিয়ে।