সকাল সকাল কলকাতা সহ আশেপাশের এলাকা একপশলা বৃষ্টিতে ভিজেছিল। তবে এবার আরও বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিস তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। এছাড়াও আগামী কিছু ঘণ্টার মধ্যেই ভিজতে পারে পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশ। ইতিমধ্যেই হাওয়া অফিস বজ্রপাতের সতর্কতা অবলম্বন করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।
বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাই উষ্ণতার পারদ মোটামুটি মনোরম একাধিক জায়গায়। জেলায় জেলায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা দিয়েছে। তবে মেঘলা আকাশে বৃষ্টিপাত না হলে তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই রাজ্যে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী শনিবার দক্ষিণবঙ্গের উপকূল জেলা এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা। সকালের দিকে শহরে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টিপাত হয়েছে। আজ গোটা দিন তাপমাত্রা ২৭-৩৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮-৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরতলীতে বৃষ্টি হয়েছে ৮.৪ মিলিমিটার।
হাওয়া অফিসের মতে আপাতত উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আগামী সপ্তাহের মধ্যেই। এর যেরে দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুতে বাড়বে।