এবারে পশ্চিমবঙ্গের ২০০-র বেশি রেলস্টেশন সম্পূর্ণ সিসিটিভি নজরদারির আওতায় আনতে চলেছে রেল মন্ত্রক। বাংলার মোট ২২৩টি রেলস্টেশনে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার নজরদারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের মোট ৭৫৬টি রেলওয়ে স্টেশনে এই সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নির্ভয়া তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
নজরদারির আওতায় থাকতে চলেছে স্টেশনে ঢোকার পথ, থাকবে স্টেশন থেকে বেরোনোর পথ, টিকিট কাউন্টার, জনবহুল স্টেশনের ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম এবং ফুট ওভারব্রিজ এবং এর মতো আরো অনেক জায়গা। অন্যদিকে, বড় ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য রেল পুলিশের তরফ থেকেও। বড় স্টেশনের মতো ছোট রেলস্টেশনগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করতে চাইছে রাজ্য রেল পুলিশ।
বড় মাপের স্টেশনগুলির মতো এবার শিয়ালদহ পুলিশ ডিভিশনের অধীনে থাকা ছোট বেশ কিছু স্টেশনে সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত শুরু করতে চাইছে রাজ্য রেল পুলিশ। এই সমস্ত স্টেশনের মধ্যে রয়েছে সোনারপুর, বারুইপুর, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর এবং ব্যারাকপুরের মত কিছু ছোট অথচ জনবহুল স্টেশন। তবে এর কারণ অবশ্য যাত্রী সুরক্ষা ও যাত্রী নিরাপত্তা।
যাত্রী সেজে ডাকাতি, এবং ছিনতাই থেকে শুরু করে মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুট করার মত ঘটনা যাতে কমানো যায় তার জন্য ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য রেল পুলিশ। এতদিন এই সমস্ত স্টেশনে শুধুমাত্র গুটি কয়েক সিসিটিভি ক্যামেরা ছিল। তাই ছোট স্টেশনে অপরাধ হলে মূলত সোর্সের উপর নির্ভর করে থাকতে হতো তদন্তকারীদের। তবে এবারে যদি এই সমস্ত স্টেশনে সিসিটিভি ক্যামেরা বাড়ানো হয়, তাহলে হয়তো যাত্রী সুরক্ষা বাড়বে প্রায় বেশ কয়েক গুণ।