আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্কের ৪টি অফিসার্স অ্যাসোসিয়েশন। মূলত ব্যাঙ্কের সংযুক্তিকরনের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও ২৮ ও ২৯ শেষ সেপ্টেম্বর মাসের শেষ শনিবার ও রবিবার বলে বন্ধ থাকবে ব্যাংক। এই নিয়ে টানা ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক। পুজোর সময় এই ধর্মঘটের জন্য গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
বেশ কিছু ব্যাঙ্ক সংযুক্তিকরনের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে ১২ তে এসে দাঁড়িয়েছে। পিএনবি, ইউবিআই, ওরিয়েন্টাল ব্যাঙ্ক সংযুক্ত হচ্ছে। এলাহাবাদ ব্যাঙ্কের সাথে যুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। কানাড়া ও সিন্ডিকেট ব্যাঙ্ক মিলে যাচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে ধর্মঘটের ডাক দিচ্ছে ব্যাঙ্কের একধিক সংগঠন।