নিউজরাজ্য

আর কিছুদিনের মধ্যেই বৃষ্টিতে ভাসবে বাংলার এই সমস্ত জেলা, বড় সতর্কতা জারি করল হাওয়া অফিস

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি

Advertisement

প্রায় তিন সপ্তাহ হতে চলল বর্ষা চলে এসেছে দক্ষিণবঙ্গে। কিন্তু এখনো পর্যন্ত এর প্রভাবে স্বস্তি মিললো না সাধারণ মানুষের। সকাল হতে না হতেই চড়া রোদ এবং তারপরে মেঘের কারণে আদ্রতাজনিত অস্বস্তি, সবমিলিয়ে বৃষ্টির জন্য এক প্রকার চাতক পাখির মত চেয়ে বসে আছে দক্ষিণবঙ্গের মানুষ। তার মধ্যেই এবার সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিনের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

চলতি বছর দক্ষিণবঙ্গে সক্রিয় নয় মৌসুমী বায়ু। এই কারণে বৃষ্টির পরিমাণ দক্ষিণ বঙ্গে এবছর অনেকটাই কম। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কোন নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত এ বছর ছিল না এবং এই কারণে বর্ষা পেতে সমস্যা হয়েছে দক্ষিণ বঙ্গের মানুষের। কিন্তু অবশেষে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে এবার বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। খাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। এর মধ্যে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একাধিক জেলায়।

গত কয়েকদিনে কলকাতায় সামান্য বৃষ্টিপাত হতে শুরু করেছে। কিন্তু আগামী চার দিন পরিস্থিতি অনেকটা পাল্টে যাবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ছুটির দিনে কলকাতার তাপমাত্রার পারদ সামান্য উর্ধ্বমুখী। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০.৪ মিলিমিটার।।

বর্ষা এসে পৌঁছানোর পর প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও এখনো পর্যন্ত এর প্রভাবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এর কারণ হিসেবে উত্তরে অধিক বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। যেহেতু উত্তরবঙ্গ এবং উত্তর ভারতের একাধিক জায়গায় ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাই দক্ষিণের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কম। এখনো পর্যন্ত দক্ষিণের দিকের মানুষ ভারী বৃষ্টি দেখতে পায়নি। কোন কোন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও গুমোট গরম কমার কোন লক্ষণ নেই। আবহাওয়া অফিসের মতে, আর আগামী কয়েক দিনের মধ্যেই পরিবর্তন আসতে চলেছে দক্ষিণ বঙ্গের আবহাওয়ায়।

Related Articles

Back to top button