নিউজদেশ

গোটা বিশ্বে সুযোগ পেয়েছে মাত্র ৬ জন, আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়ে আমেরিকা যাচ্ছে দলিত দিনমজুরের ছেলে

স্নাতক কোর্স করার জন্য পেনসিলভেনিয়া পাড়ি দেবে ওই দলিতের ছেলে

Advertisement

গোটা বিশ্ব থেকে সুযোগ পেয়েছে মাত্র ৬ জন। আর তার মধ্যেই রয়েছে এক ভারতীয় যুবক। কথা হচ্ছে আমেরিকার আড়াই কোটি টাকার স্কলারশিপের। বিহারের দলিত দিনমজুরের ছেলে এই আড়াই কোটি টাকার স্কলারশিপ পেয়ে এবার আমেরিকায় স্নাতক স্তরের পড়াশোনা করতে যাবেন। এমন সুযোগ গোটা বিশ্ব থেকে পেয়েছেন মাত্র ৬ জন। আর সেই তালিকাতেই নিজের নাম লিখে নিয়েছেন বিহারের দলিল দিনমজুরের ছেলে প্রেম কুমার। ঠিক কি ঘটনাটি? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

সূত্র মারফত জানা গিয়েছে, বিহারের ফুলওয়ারি শরীফের গণগুরা গ্রামের বাসিন্দা এই প্রেম কুমার। সে প্রথম দলিত ছাত্র হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে। বর্তমানে শোষিত সমাধান কেন্দ্রে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে সে। তবে বছরের শেষে স্নাতক কোর্স করার জন্য পেনসিলভেনিয়া পাড়ি দেবে সে। সেখানকার লাফায়েত কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক কোর্স করবেন তিনি।

জানি রাখা ভালো আমেরিকার সবচেয়ে অগ্রগণ্য ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় পড়ে এই লাফায়েত কলেজ। বিহারের প্রেম কুমার এই কলেজে ডাইয়ার ফেলোশিপ নিয়ে যাচ্ছে। এই স্কলারশিপের আড়াই কোটি টাকার মধ্যে তাঁর পড়াশোনা, টিউশন, স্বাস্থ্য, বাসস্থান, ভ্রমণ সবই অন্তর্ভুক্ত। এই স্কলারশিপ পাওয়ার পর প্রেম কুমার বলেছেন, “আমার বাবা-মা কোনদিন স্কুলে যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই স্কলারশিপ পাওয়াটা সত্যিই অভাবনীয়।”

Related Articles

Back to top button