SBI Rules: খরচ বাড়বে সাধারণ মানুষের, নতুন নিয়ম জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ভারতীয় স্টেট ব্যাংকের এই নতুন নিয়ম মূলত এটিএমের চার্জ বিষয়ক
যদি আপনার পরিবারের কোন সদস্য ভারতীয় স্টেট ব্যাংকের একটি অ্যাকাউন্ট গ্রহণ করে থাকেন তাহলে আপনার পরিবারের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন, ভারতীয় স্টেট ব্যাংক ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাংক এবং ভারতের সবথেকে বেশি সংখ্যক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংকের সাথেই রয়েছে। এসবিআই এর এই নতুন নিয়ম কানুন সবকিছুকেই একেবারে পরিবর্তন করে দিয়েছে। সরকারি ব্যাংকের তালিকায় সব থেকে বড় ব্যাংক হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তাই এই ব্যাংকের নিজস্ব নিয়ম কানুনও বেশ শক্তপোক্ত। তাই এই মুহূর্তে ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে, যা এই ব্যাংকের গ্রাহকদের জন্য বেশ খারাপ একটি বিষয় হতে চলেছে।
ভারতীয় স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এই ব্যাংকের তরফ থেকে একটি ঘোষণা সূচিত করা হয়েছে যেখানে বলা হয়েছে, যদি আপনার কাছে ভারতীয় স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই ব্যাংকের বিভিন্ন সার্ভিস একেবারে বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। যদি আপনার ব্যাংক একাউন্টে ১ লক্ষ টাকা ব্যালেন্স থাকে তাহলে আপনাকে এটিএম লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত কোন টাকা দিতে হবে না। তবে যদি সেরকম ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রতি এটিএম লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। যদি আপনি এসবিআই ছাড়া অন্য কোন ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যান তাহলে আপনি প্রতি মাসে তিনবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এরপর থেকেই আপনাকে প্রতি এটিএম লেনদেনের জন্য ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। এসবিআই এর এটিএম থেকে টাকা তুলতে গেলেও একটি বিশেষ পরিমাণ চার্জ আপনাকে দিতে হবে একটি লিমিটের পর।
নতুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী যদি আপনি এসবিআই এটিএম থেকে নিজের একাউন্টের ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে প্রতি লেনদেনে ৫ টাকা করে দিতে হবে। সঙ্গেই, যদি আপনি অন্য কোন ব্যাংকের এটিএম থেকে ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে ৮ টাকা করে দিতে হবে। তবে যদি আপনার ব্যাংক একাউন্টে ১ লক্ষ টাকা ব্যালেন্স থাকে, তাহলে আপনাকে অতিরিক্ত কোন চার্জ দিতে হবে না। এছাড়া ইন্টারন্যাশনাল ব্যালেন্সের জন্য আপনাকে সম্পূর্ণ লেনদেনের টাকার ৩.৫ শতাংশ অর্থাৎ ১০০ টাকা চার্জ দিতে হবে। তবে এক লক্ষ টাকা আপনার একাউন্টে ব্যালেন্স থাকলে, এই সমস্ত চার্জ থেকে আপনারা মুক্তি পাবেন।