অবশেষে এতদিন পরে হয়তো তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টির মুখ দেখতে চলেছে দক্ষিণ বঙ্গ। উপকূলের জেলাগুলিতে এবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকার কারণে দিনের যেকোনো সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিনে এবং রাতের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দুটি তাপমাত্রা এই সময়ের হিসেবে স্বাভাবিক থাকতে চলেছে তবে অস্বাভাবিক জলীয় বাষ্পের উপস্থিতিতে আদ্র পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা এবং তার আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রা এই সময়ের হিসেবে স্বাভাবিক।
এই সময় আর তাপমাত্রার বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে ১৫.৪ মিমি বৃষ্টি হয়েছে। আজ এর প্রায় সমপরিমাণ কিংবা এর থেকে কিছুটা বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার ডুয়ার্স এবং সমতলের এলাকায় দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাই বৃষ্টি বাড়লেও এখনই যে দক্ষিণবঙ্গের পরিবেশ একেবারে পাল্টে যাচ্ছে সে রকম কিন্তু নয়।