খুশির খবরঃ ফের বাড়ছে বেতন!

অরূপ মাহাত: বেতন বৃদ্ধি নিয়ে বারবার আন্দোলনে নেমেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। খুব সম্প্রতি উস্থি নামক একটি শিক্ষক সংগঠনের জোরদার আন্দোলন ও অনশন কর্মসূচির পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত…

Avatar

অরূপ মাহাত: বেতন বৃদ্ধি নিয়ে বারবার আন্দোলনে নেমেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। খুব সম্প্রতি উস্থি নামক একটি শিক্ষক সংগঠনের জোরদার আন্দোলন ও অনশন কর্মসূচির পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তারপরই প্রশ্ন ওঠে, তাহলে অন্যান্য শিক্ষকদের বেতন বাড়বে না কেন? সেই প্রশ্নের উত্তরে রাজ্য সরকার বরাবর নীরব থাকলেও, এবার উচ্চ প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়িয়ে একটা বার্তা দিতে চাইছে রাজ্য প্রশাসন।

এমনিতেই গত লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকে কোনঠাসা রাজ্যের শাসক দল। তারপর বিভিন্ন সংগঠনের লাগাতার আন্দোলনে এই কিছুটা ব্যাকফুটে রয়েছে মমতা ব্রিগেড। বিভিন্ন জেলায় দলীয় কর্মীরা হয় দল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছে নয়তো রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। মানুষের মনে ক্ষোভও বাড়ছে তৃণমূলের বিপক্ষে। এমন অবস্থায় উচ্চ প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়িয়ে কিছুটা হলেও পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

এ বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর একটি নির্দেশিকা জারি করেন। যেখানে বলা হয়েছে, ‘প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকা যাঁরা ২ বছরের ডিএড কোর্স করেছেন তাঁরা বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ পাবেন।’ এ বিষয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র জানান, ‘বহু আন্দোলনের পর ডিএড কোর্স করা শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু হচ্ছে। আমাদের আন্দোলন সফল হয়েছে।’

About Author