আন্তর্জাতিকদেশনিউজ

এই মুহুর্তের বড় খবরঃ ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ!

Advertisement

অরূপ মাহাত: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে তলানিতে ঠেকেছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করায় ভারত বিরোধিতা তীব্র করেছে পাকিস্তান। ভারতের সাথে সমস্ত রকম দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করেছে সে দেশের প্রশাসন। প্রয়োজনে যুদ্ধের হুমকি দিয়েছে পাক সেনাপ্রধান। ভারতের তরফে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময়ে দাবি করেছেন, এবার পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করায় মোদি সরকারের একমাত্র লক্ষ্য। কাশ্মীর নয় পাকিস্তান চাইলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

এই অবস্থায় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিলেন। নিজেদের অধিকারবোধ থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরী হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক দিনের পর দিন আরও খারাপ হয়ে চলেছে। নিজেদের অধিকারবোধ থেকেই যে কোন সময় যুদ্ধ লাগতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে।’ কাশ্মীর নিয়েও ভারতকে কড়া আক্রমণ করেন তিনি। বলেন, ‘কাশ্মীর নিয়ে পাকিস্তান একটা শেষ দেখে ছাড়বে। ভারত যেভাবে কাশ্মীরের উপর অধিকার দেখিয়েছে তা একেবারেই ঠিক নয়।’

Related Articles

Back to top button