খেলাক্রিকেট

IND vs ENG: রোহিত-দ্রাবিড়ের সামনে অগ্নিপরীক্ষা, একদিনের ম্যাচে কে হবে ভারতের তৃতীয় বোলিং বিকল্প?

তৃতীয় বোলারের জন্য দলে রয়েছেন তিন বিপজ্জনক খেলোয়াড়। এমন পরিস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মার পক্ষে তৃতীয় বিকল্প খুঁজে নেওয়াই অগ্নিপরীক্ষার শামিল

Advertisement

সারম্বরের সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর টিম ইন্ডিয়ার নজর এখন ওয়ানডে সিরিজে। গত এক বছরে ভারতীয় দল খেলেছে মাত্র ৯টি ওডিআই ম্যাচ। তাই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ লক্ষ্য রেখে দল নির্বাচন করা একেবারেই সহজ হবে না অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের জন্য। কারণ ওডিআই সিরিজে জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে চলেছেন। আর এই কারণে তৃতীয় বোলিং বিকল্প খুঁজে নেওয়া ভারতের কাছে এক প্রকার চ্যালেঞ্জ।। কারণ তৃতীয় বোলারের জন্য দলে রয়েছেন তিন বিপজ্জনক খেলোয়াড়। এমন পরিস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা কাকে সুযোগ দেন সেটাই দেখার বিষয়।

১. শার্দুল ঠাকুর: ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে নিঃসন্দেহে জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রথম পছন্দের তালিকায় রয়েছেন। তবে তৃতীয় বোলার পছন্দের ক্ষেত্রে রোহিত শর্মাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলতি সফরে ১৯টি ম্যাচ খেলা শার্দুল ঠাকুর সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। আইপিএলেও দারুণ খেলা দেখিয়েছেন তিনি। একই সঙ্গে লোয়ার অর্ডারে বিস্ফোরক ব্যাটিংয়েও তিনি একজন দক্ষ খেলোয়াড়। এমন পরিস্থিতিতে অলরাউন্ডার হিসেবে তাকে সুযোগ দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

২. মোহাম্মদ সিরাজ: এই তালিকা নিঃসন্দেহে এগিয়ে রয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের পিচ সবসময়ই ফাস্ট বোলারদের জন্য সহায়ক তা ইতিপূর্বে টেস্ট সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে প্রমাণিত হয়েছে। মোহাম্মদ সিরাজ এই ধরনের পিচে সর্বনাশা বোলিং করার জন্য বিখ্যাত। ইতিপূর্বে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আগুন জ্বালানো বোলিং করেছেন তিনি। যেকোনো মুহূর্তে ম্যাচের দৃশ্যপট পাল্টে দিতে পারেন তিনি। তাই জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামির সঙ্গী হওয়ার জন্য তিনি ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম সেরা প্রতিযোগী।

৩. প্রসিদ্ধ কৃষ্ণা: চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। শুধুমাত্র গতি নয়, স্লো বলেও খুব দ্রুত উইকেট তুলে নিতে সক্ষম তিনি। দুর্দান্ত ফর্মে থাকা প্রসিদ্ধ কৃষ্ণা যেকোনো মুহূর্তে যেকোনো ব্যাটিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দিতে পারে। আপনাদের জানিয়ে রাখি, আইপিএল ২০২২-এ, তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে বিধ্বংস বোলিং করেছেন। তাছাড়া ইতিমধ্য ভারতের জার্সিতে ৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন তিনি।

Related Articles

Back to top button