আপনি যদি প্রতিদিন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অফিসে যান তাহলে আপনি আরো কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। আগামী ১৪ই জুলাই থেকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে যেতে পারবেন সাধারণ মানুষ। যাত্রীসংখ্যা অনেক বেশি হবে ভেবে ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়সীমা অনেকটা বৃদ্ধি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত চলবে মেট্রো। যাত্রী সংখ্যা বাড়বে ধরে নিয়ে মেট্রো সংখ্যা অনেকটা বৃদ্ধি করা হয়েছে। আর দুটো নেটওয়ার্কের মধ্যে কমে যাচ্ছে সময়ের ব্যবধান। ব্যস্ত সময়ে মাত্র ১০ মিনিট অন্তর চলবে মেট্রো এবং অন্য সময় দুটি মেট্রোর ব্যবধান হবে মাত্র ১২ মিনিট। মেট্রো সূত্রে খবর ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবায় দিনে ১০০টি মেট্রো চালানো হবে তবে আগের মতোই এই মেট্রো রবিবার দিন বন্ধ থাকবে। তবে শনিবার চালু থাকবে ট্রেন। যদি প্রয়োজন পড়ে তাহলে যাত্রীসংখ্যা বৃদ্ধি পেলে রবিবার দিনও চালু হবে ট্রেন।
মেট্রো সূত্রে খবর, যদি এই লাইনের মেট্রো চালু হয়ে যায় তাহলে কলকাতায় অনেকটাই যানজট কমে যাবে। এই মুহূর্তে সাধারন বাসে করে ব্যস্ত সময়ে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যেতে মোটামুটি এক ঘন্টা মত সময় লাগে। কোন কোন সময় রাস্তায় জ্যাম থাকলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা মত সময় লেগে যেতে পারে সেক্টর ফাইভ পৌঁছাতে। কিন্তু যদি এই মেট্রো চালু হয়ে যায় তাহলে মাত্র ২১ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। তবে মেট্রো সফরে খরচ একটু বাড়বে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে বাস ভাড়া লাগে পনেরো টাকা। তবে যদি আপনি শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এর উইপ্রো মোড় পর্যন্ত মেট্রো নেন তাহলে আপনার ভাড়া লাগবে ২০ টাকা।
সেখান থেকে কলেজ মোড় পর্যন্ত যাওয়ার রিক্সা ভাড়া মোটামুটি ২০ টাকা পড়ে যাবে। তাই যদি আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় বাঁচাতে চান তাহলে ২৫ টাকা মতো বেশি খরচ করতে হতে পারে। এবার ভাড়ার তালিকাটা একটু জানা যাক। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। আর সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। এই মুহূর্তে শিয়ালদহ থেকে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, এবং বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত যেতে ভাড়া লাগবে ১০ টাকা। অন্যদিকে, সিটি সেন্টার ১, সেন্ট্রাল পার্ক, সল্টলেক করুণাময়ী এবং সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত যেতে ভাড়া লাগবে ২০ টাকা। যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ মেট্রো স্টেশনে বহু ব্যবস্থা রয়েছে। স্টেশনে রয়েছে স্লাইডিং দরজা যা ট্রেন এলে তবেই খুলবে। এতে আত্মহত্যা আটকানো যাবে বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ।
এতদিন পর্যন্ত মেট্রোর একদিকে থাকতো প্লাটফর্ম কিন্তু শিয়ালদহ স্টেশনে দু দিকে প্লাটফর্ম থাকবে। ফলে এবারে মেট্রো এসে দাঁড়ালে দুই পাশের দরজা খুলে যাবে এবং যে কোন জায়গা দিয়ে উঠতে পারবেন যাত্রীরা। এছাড়াও শিয়ালদহ মেট্রো স্টেশনে টিকিট ভেন্ডিং মেশিন থাকছে। মেট্রো স্টেশনে থাকছে পূর্ব রেল শাখার টিকিট কাটার জন্য কাউন্টার। মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে সোজা ঢুকে পড়া যাবে শিয়ালদহ রেল স্টেশনে। স্টেশনে থাকছে পাঁচটি লিফট, ১৮ টি এসকলেটর এবং ২৭টি টিকিট কাউন্টার। আগামী ১৪ ই জুলাই থেকে এই সমস্ত সুবিধা পাবেন যাত্রীরা।