নিউজপলিটিক্সরাজ্য

আজই গ্রেফতার হতে চলেছেন রাজীব কুমার? পড়ুন বিস্তারিত

Advertisement

সারদা মামলায় হাই কোর্টে বিরাট ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। দীর্ঘদিন ধরে সারদা মামলার শুনানি চলেছে হাইকোর্টে এবং বারবার রাজীব কুমারকে রক্ষাকবচও দিয়েছে আদালত। কিন্তু এবার তাঁর উপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নিল কলকাতা হাই কোর্ট।  ফলে এবার যে কোনও মুহূ্র্তে রাজীব কুমারকে যেকোনো সময় গ্রেফতার করতে পারে সিবিআই। রাজীব কুমারকে গ্রেপ্তারিতে আর কোনও বাধা রইলো না সিবিআইয়ের।

শুক্রবারের রায়ে কলকাতা হাইকোর্ট জানায়, ‘‘৪১ এ ধারায় নোটিস মানেই গ্রেফতার নয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু হাজিরা না দিলে সেটা গ্রেফতারির কারণ হতে পারে।” তিনি হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্র তাঁর রায়ে জানান, “ রাজীব কুমারের গ্রেফতারির বিরুদ্ধে এখনও রক্ষাকবচ বজায় রাখলে সেটা তদন্তে সরাসরি হস্তক্ষেপ করা হবে। যা আদালত বহির্ভূত কাজ। তাই তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হলো। ” তিনি আরও বলেন, “বার বার প্রশ্ন করা, জেরা সবই তদন্তের মধ্যেই পড়ে। এমনকি গ্রেফতার করা বা কাউকে হেফাজতে নিয়ে জেরা করলে কারও মর্যাদা নষ্ট হয় না।’’

Related Articles

Back to top button