নিউজরাজ্য

ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন বাতিল হয়নি তো আপনার যাতায়াতের লোকাল ট্রেন

জোকা ধর্মতলা মেট্রো করিডরের কাজের জন্য কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে

Advertisement

ফের লোকাল ট্রেন যাত্রীদের জন্য খারাপ খবর। যাত্রী ভোগান্তি শুরু হবে শিয়ালদহ বজবজ লাইনে। আসলে জোকা এসপ্ল্যানেড এর মধ্যে মেট্রো রেলের কাজের জন্য বেশ কিছুদিন আংশিকভাবে বন্ধ থাকবে শিয়ালদহ এবং বজবজের মধ্যে রেল যোগাযোগ। জানা গিয়েছে, জোকা এবং ধর্মতলার মধ্যে মেট্রোরেল প্রকল্পের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে রাত সাড়ে ১১ টা থেকে ভোর সাড়ে ৩ টে পর্যন্ত। জুলাই মাসের ২১-২৩ তারিখ অবধি কাজ চলবে। অন্যদিকে আবার আগস্ট মাসে ১৭-২০ তারিখ পর্যন্ত মেট্রোর এই কাজ চলবে।

জানা গিয়েছে, মেট্রোর কাজের জন্য চারঘন্টার জন্য শিয়ালদহ এবং বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া জোকা এবং ধর্মতলার মধ্যে মেট্রোরেল করিডরে কাজের জন্য ২১ ও ২২ জুলাই এবং ১৬ ও ১৯ আগস্ট আংশিক ব্যাহত হবে শিয়ালদা বজবজ লোকাল ট্রেন পরিষেবা। এর জেরে ৩৪১৬৬ ও ৩৪১৬৫ লোকাল ট্রেন দুটি সংশ্লিষ্ট ওই দিনগুলিতে বন্ধ থাকবে।

জানি রাখা ভালো, ৩৪১৬৬ শিয়ালদহ বজবজ লোকাল ট্রেনটির সাধারণ দিনে রাত ১১ টার সময় শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ১১ টা ৪৮ মিনিটে বজবজে পৌঁছায়। অন্যদিকে, ৩৪১৬৫ বজবজ শিয়ালদহ লোকাল রাত ১১ টা ৫৬ মিনিটে বজবজ স্টেশন থেকে রওনা দিয়ে ১২ টা ৪৮ মিনিটের শিয়ালদহ স্টেশনে পৌঁছায়। এই দুটি রাতের ট্রেন সংশ্লিষ্ট দিনগুলির জন্য বন্ধ থাকবে।

জুলাই মাসের দুই দিন এবং আগস্ট মাসের চারদিন অর্থাৎ মোট ৬ দিন শিয়ালদহ বজবজ লাইনের দুই লোকাল ট্রেন সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে একদম রাতের দিকে শিয়ালদা থেকে বজবজে ফেরার যাত্রীদের সমস্যা হতে পারে। ইতিমধ্যেই রেলের তরফে যাত্রীদের এই অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button