ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন শুভমান গিল বাদ পড়েছেন লোকেশ রাহুল। ওপেনার রাহুল যে জায়গা হারাচ্ছেন এটা আগেই ধারণা করা হচ্ছিল। তার জায়গায় রোহিত শর্মাকে ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল তবে নির্বাচকেরা নতুন একজন ওপেনার বেছে নিলেন।
পাঞ্জাবের তরুণ গিল ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলছেন বেশ কিছু দিন ধরেই। তারই ফল হিসেবে জাতীয় দলে ডাক পেলেন। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে বিশাখাপত্তনমে। ২-৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় টেস্ট ১০ অক্টোবর ও তৃতীয় টেস্ট শুরু হবে ১৯ অক্টোবর।
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পান্ত, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, শুভমান গিল।