আজ শনিবার, ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বেশ কিছু আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের কথা ঘোষণা করার কথা ছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বেশ কিছু বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন। অর্থব্যবস্থাকে চাঙ্গা করতে ও মুদ্রাস্ফীতি কমাতে কর ফাঁকিতে এখন থেকে আর কড়া ব্যাবস্থা নেবে না কেন্দ্র। এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম।
তিনি জানান, ‘ব্যাংকের পর এবার সরকারের লক্ষ্য কর ব্যাবস্থার আমূল সংস্কার। এর জন্য জিএসটি ব্যাবস্থার পুনর্গঠন করা হবে।’ এছাড়া নির্মলা দেবী ঘোষণা করেন, ‘আগামী ১ লা জানুয়ারি থেকে রফতানি শুল্কে ছাড় দেওয়া হবে। তুলে দেওয়া হবে এমআইস সহ একাধিক কর।’