কখনো প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা তো আবার পরের মুহূর্তেই কালো মেঘ করে দু এক পশলা বৃষ্টি। গত কয়েকদিন ধরে কলকাতা আকাশের ছবিটা কিছুটা এরকমই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে হ্যাঁ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
শুক্রবার দুপুরে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে, আর কয়েকদিন পরে হয়তো এই পরিস্থিতি কিছুটা পাল্টাতে পারে। এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কম। তবে আগামী সপ্তাহে পরিস্থিতি পাল্টানোর সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কালিম্পং ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার দুদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ বছরে উত্তরবঙ্গে বৃষ্টিবাদের পরিমাণ হবে অনেকটাই বেশি।