পলিটিক্সনিউজরাজ্য

এসএসকেএমে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে, হুইল চেয়ারে বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী

এদিন তাকে দুদিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংকশাল আদালত

Advertisement

২৭ ঘন্টা ম্যারাথন জেরার পরে অবশেষে শনিবার সকালে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে গ্রেফতারের আগে শনিবার সকালে অসুস্থতা বোধ করতে থাকেন পার্থ। তখনই এসএসকেএম থেকে চিকিৎসকদের একটি বিশেষ দল এসে তার স্বাস্থ্য পরীক্ষা করে। তারপরে পার্থকে নিজেদের হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ব্যাঙ্কশাল কোর্টে তোলার আগে পুনরায় তার মেডিকেল চেকআপ করা হয়। এদিকে শনিবারও জেরা চলাকালীন সময় পার্থর রুটিন চেকআপ করেছিলেন চিকিৎসকরা। এদিকে ব্যাঙ্কশাল কোটে বিচারক পার্থর দুদিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তবে পার্থর আইনজীবীরা জানিয়েছেন তার শারীরিক অসুস্থতা ক্রমেই বেড়ে চলেছে। বুকে ব্যথার পরিমাণ বেড়েছে। তারপরেই পার্থক্যের রাজ্যের কোন সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবার জন্য ব্যাঙ্কশাল কোর্টে লিখিত আবেদন করেন পার্থর আইনজীবীরা। তাদের এই আবেদনে সাড়া দিয়েছে আদালত। তদন্তকারী আধিকারিকদের দ্রুত পার্থকে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই মামলায় পরবর্তী হিয়ারিং আগামী ২৫ জুলাই। ফের আদালতে হাজির হবার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সেদিনও যে হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্তি করা হবে তাদের কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় কে।

এসএসকেএমে গিয়ে সরাসরি কার্ডিওলজি বিভাগে ভর্তি হওয়ার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আদালত থেকে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুইল চেয়ারে বসে হাসপাতালে পৌঁছেছেন মন্ত্রী। এখানেই তার ডাক্তারি পরীক্ষা হবে।

Related Articles

Back to top button