Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিনামূল্যে গম, চাল ও চিনি পেতে শীঘ্রই তৈরি করুন রেশন কার্ড, না হলে বঞ্চিত হবেন অনেক সুবিধা থেকে

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে আপনি যদি অদূর ভবিষ্যতে…

Avatar

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে আপনি যদি অদূর ভবিষ্যতে বিনামূল্যে গম, চাল, চিনি ও তেল পেতে চান তাহলে আপনার বিশেষ কিছু জিনিস থাকতেই হবে। তা না হলে আপনি সমস্ত সরকারের সুবিধা থেকে বঞ্চিত হবেন। যাদের এখনো রেশন কার্ড তৈরি হয়নি তারা খুব সহজেই এটি করতে পারেন। রেশন কার্ড তৈরির জন্য হাতের কাছে রাখুন আপনার বিশেষ কিছু নথি যাতে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়।

রেশন কার্ড তৈরির জন্য কিছু শর্ত আছে যা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমত আপনাকে ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক। এছাড়া অপ্রাপ্তবয়স্ক বা ১৮ বছরের কম বয়স হলে নিজের নামে রেশন কার্ড তৈরি করা যায় না। অপ্রাপ্তবয়স্কদের নাম তাদের পিতা-মাতার কার্ডে অন্তর্ভুক্ত করা থাকে। তবে ১৮ বছর সম্পন্ন হলেই আপনি পৃথক রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। রেশন কার্ড তৈরির জন্য আপনার কাছে কিছু পরিচয় প্রমাণপত্র থাকা দরকার। প্রমাণ হিসাবে ভোটার আইডি বা প্যান কার্ড বা পাসপোর্ট জমা দিতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগবে রেশন কার্ড তৈরির সময়। আপনার কাছে যদি কোন পরিচয় পত্র না থাকে তাহলে আপনি রেশন কার্ড বানাতে পারবেন না এবং সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, এই রেশন কার্ড সরবরাহ করে থাকে খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগ। এর উদ্দেশ্য হল টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই TPDS বাস্তবায়ন করার জন্য সরকার আপনাকে চাল, গম, চিনি, কেরোসিন, সার, এলপিজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি উচ্চ ভর্তুকি মূল্যে সরবরাহ করবে। বর্তমানে তো করোনার সংক্রমণে বিপর্যস্ত দেশবাসীর পাশে দাঁড়ানোর জন্য সরকার চাল, ডাল, গম ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে।

About Author