শনিবার, জাতীয় হিন্দি দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জাতীয় হিন্দি দিবসের দিন ‘এক দেশ এক ভাষার’ পক্ষে সওয়াল করেন। বহু ভাষাভাষী দেশ ভারতে বাধ্যতামূলক ভাবে ফের হিন্দি চাপানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার? শনিবার জাতীয় হিন্দি দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ট্যুইট সেরকমই জল্পনা উসকে দিল।
অমিত শাহ টুইটারে লিখেছেন, ‘ভারত বহু ভাষার দেশ। একটা সাধারণ ভাষা থাকা জরুরি, যা গোটা বিশ্বের কাছে দেশের পরিচয় হয়ে দাঁড়াবে। এছাড়া গোটা দেশে হিন্দি ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে চালু হলে তা মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেলের স্বপ্নকে সত্যি করবে। কিন্তু সকল বিরোধী দলের অভিমত এটাই যে, জোর করে হিন্দি চাপানোর চেষ্টা করা হচ্ছে।’