মাত্র ৩৪২ টাকা জমা করেই পেয়ে যান ৪ লাখ টাকা, জেনে নিন SBI এর নতুন বাম্পার অফার সম্পর্কে
করোনা অতিমারির পর আজকাল সবাই কোনো না কোনো জীবনবীমা করিয়ে রাখতে চাইছেন
গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বর্তমানে একাধিক নতুন নিয়ম চালু করছে। কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করেছিল। এতে গ্রাহকদের ব্যালেন্স এনকোয়ারি এবং অন্যান্য খুঁটিনাটি কাজ করতে যে ব্যাপক সুবিধা হবে তা আলাদাভাবে বলার দরকার নেই। এবার সেই ধারা বজায় রেখেই গ্রাহকদের জন্য আরেক নতুন সুবিধা আনছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। ব্যাংকের এই নতুন প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন লাখ লাখ উপভোক্তা।
কিছুদিন আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের কথা মাথায় রেখে একটি নতুন ঘোষণা করে জানিয়েছে যে এবার গ্রাহকরা খুব কম টাকাতেই বিমার সুবিধা পাবেন। আপনি যদি একজন এসবিআই গ্রাহক হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। আসলে এসবিআই নূন্যতম মূল্যে মাত্র ৩৪২ টাকাতে ৪ লক্ষ টাকা পর্যন্ত বিমার কভার দিচ্ছে। প্ল্যানটি সম্বন্ধে বিশদে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
প্রধানত দেশের সকল মানুষকেই বীমার সুবিধা দিতে এই দারুন পদক্ষেপ নিয়েছে এসবিআই। এবার থেকে নিজের প্রয়োজন অনুযায়ী বীমা করার জন্য কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা পরিকল্পনা সরাসরি ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে। পরিষেবা পেতে শুধুমাত্র স্টেট ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রীর সুরক্ষা বীমা যোজনা নিলে পলিসিধারের মৃত্যু হলে বা শারীরিকরূপে সম্পূর্ণ অক্ষম হলে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরন পাওয়া যাবে। ১৮ থেকে ৭০ বছর বয়সে যে কোন নাগরিক এই প্ল্যানের ফায়দা নিতে পারবেন। এক্ষেত্রে প্রিমিয়ামের মূল্যও অত্যন্ত কম।
অন্যদিকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় বার্ষিক ৩৩০ টাকা প্রিমিয়াম দিয়ে আপনি ২ লক্ষ টাকার নিরাপত্তা পেয়ে যাবেন। পলিসিধারের মৃত্যু হলে নমিনি সেই টাকা পেয়ে যাবেন। এই সুবিধা ১৮ থেকে ৫০ বছরের মধ্যে যে কেউ নিতে পারবেন। করোনা পরিস্থিতির পর সকলেই জীবন বিমার গুরুত্ব বুঝেছেন। তাই অনেকেই আজকাল নিজের বীমা করি রাখতে চাইছেন। কিন্তু অত্যাধিক দামের কারণে অনেকের ইচ্ছা থাকলেও করা সম্ভব হচ্ছে না। এবার সেই মুশকিল আসন করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।