টলিউডবিনোদন

গুমনামী ছবির মুক্তি ঘিরে হাইকোর্টে মামলা!

Advertisement

ছবি মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ফরওয়ার্ড ব্লক নেতা।  শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি “গুমনামী” ছবির স্থগিতাদেশ চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দারস্ত হলেন ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত রায়।

শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে দেবব্রত রায়ের আইনজীবী প্রদীপ রায় জানান, যে নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে এখনও রয়ে গিয়েছে যথেষ্ট ধোঁয়াশা। গুমনামি বাবা-ই যে নেতাজী তার প্রমাণ ভারত সরকারের কাছেও নেই। মুখ্য কমিশনের রিপোর্টেও গুমনামি বাবা-ই যে নেতাজী, এমন উল্লেখ কোথাও নেই।

এই মত পরিস্থিতিতে কীভাবে এই ছবি তৈরি করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত রায়ের আইনজীবী। এ প্রসঙ্গে আইনি চিঠি পাঠানো হয়েছে ছবির প্রযোজক ও পরিচালক কে

Related Articles

Back to top button