ভারতীয় রেলের যাত্রীদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে হাজির হলো ভারতীয় রেল কর্তৃপক্ষ। এবার থেকে চলন্ত ট্রেনে যাত্রীরা নিজেদের টিকিট কাটতে পারবেন। এতদিন পর্যন্ত শুধুমাত্র নগদ টাকা গ্রহণ করা হতো এই পরিষেবার ক্ষেত্রে। কিন্তু এবারে বদলে যাচ্ছে সেই নিয়ম। দেশে ইতিমধ্যেই চলে এসেছে ডিজিটাল বিপ্লব এবং সেই নিরিখে এবারে ভারতীয় রেলের পরিষেবাকে আরো উন্নত করে তুলে ভারতীয় রেলকে ঢেলে সাজাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
সারা বিশ্বকে পিছনে ফেলে দিয়ে ভারত ডিজিটাল লেনদেনে পয়লা নম্বর স্থান দখল করেছে ইতিমধ্যেই। এমতাবস্থায় ট্রেনে এমন পরিষেবা শুরু হয়নি কেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে। তবে এবারে সম্পূর্ণ নিয়মটা পাল্টাতে চলেছে। এবার থেকে আপনি কার্ডের মাধ্যমে এই পেমেন্ট করতে পারবেন চলন্ত ট্রেনে বসে। ডেবিট কার্ডের মাধ্যমে আপনি নিজের ভাড়া এবং জরিমানা দিতে পারবেন। এই প্রযুক্তিকে আরো উন্নত করতে রেল ফোরজি কানেক্টিভিটি স্থাপন করতে চলেছে বেশকিছু জায়গায়। আসলে এ যাবৎ পয়েন্ট অফ সেল মেশিনগুলোতে শুধুমাত্র টুজি কানেক্টিভিটি ব্যবহার করা হতো। কিন্তু এবারে সেই কানেক্টিভিটি আপডেট করে ফোরজি করা হচ্ছে। এইজন্য ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে রেল কর্মীদের।
রেলওয়ে তরফ থেকে জানা যাচ্ছে সারাদেশের ৩৬ হাজারের বেশি টিকিট চেকারকে পয়েন্ট অফ সেল মেশিন সরবরাহ করা হবে। যাদের টিকিট ছাড়া এসিতে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে স্লিপার টিকিট নিয়ে টিকিট দেওয়া যায়। টিকিট কালেক্টর এই মেশিন গুলির মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে সক্ষম হতে পারবেন। এর ফলে একদিকে রেলের যেমন আয় বৃদ্ধি পাবে তেমনি স্বচ্ছতা বৃদ্ধি পাবে টিকিট কাটার ক্ষেত্রে।
পয়েন্ট অফ সেল মেশিন আপডেট করার কারণে বেশ অনেকটা সুবিধা হতে চলেছে ভারতীয় রেলের বেশ কিছু বিভাগে। তবে সব থেকে বেশি সুবিধা উপভোগ করতে চলেছেন সেই সমস্ত যাত্রীরা যাদের টিকিট না থাকা কারণে জরিমানা সবসময় ক্যাশ দিয়ে করতে হয়। এবারে মেশিন আপডেট করার কারণে যাত্রীরা নিজেদের কার্ড দিয়ে টাকা দিতে পারবেন। আপাতত ডেবিট কার্ডের মাধ্যমে করা গেলেও কিছুদিন পর থেকে ক্রেডিট কার্ড এবং অন্যান্য সমস্ত কার্ড ব্যবহার করা যাবে এই পেমেন্ট করার ক্ষেত্রে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজধানী এবং শতাব্দীর মত অত্যাধুনিক ট্রেনে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। এরপর ধীরে ধীরে দেশের সমস্ত ট্রেনে এই পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল।