নিউজরাজ্য

Weather Update: নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, এবার কি দক্ষিণবঙ্গে মিটবে বৃষ্টির ঘাটতি?

কলকাতায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Advertisement

জুলাই মাসের শেষ অধ্যায় এসে গেলেও গরম কমার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যেখানে শ্রাবণ মাসের শেষ সপ্তাহে বৃষ্টিতে ভেজে গোটা বঙ্গ, সেখানে বৃষ্টির ঘাটতিতে প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর পরিবেশে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে এক দু দিন ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ভাগ্যে জুটেছে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আদ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল কলকাতাসহ আশেপাশের এলাকা। তবে এই পরিস্থিতিতেই আজ এল খুশির খবর! দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্তের। তারই সঙ্গে সক্রিয় হচ্ছে একটি মৌসুমী অক্ষরেখা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ঘূর্ণাবর্ত্য এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। এর ফলে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে বলে মনে করছেন হাওয়া অফিস আধিকারিকরা। আসলে জুন এবং জুলাই দুই মাসেই খুব একটা বেশি বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। তাই রীতিমত অন্যান্য বছরের তুলনায় বর্ষার ঘাটতি দেখা গিয়েছে। উত্তরবঙ্গে মাঝে মাঝে ভারী বৃষ্টির প্রভাবে ঘাটতি না দেখা গেল দক্ষিণবঙ্গের ঘাটতি রীতিমতো চিন্তায় ফেলেছিল বিশেষজ্ঞদের।

হাওয়া অফিস অনুসারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতাসহ আশেপাশের এলাকাতে ঝেঁপে বৃষ্টি নামবে। আজ এবং সোমবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায়। এর জেরে তাপমাত্রার পারদে হেরফের দেখা যাবে। রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে আকাশ এবং গুমোট গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রীর আশেপাশে থাকবে এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।

Related Articles

Back to top button