খেলাক্রিকেট

ভারতীয় এই ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেয়েছিলেন প্রেম, রূপে বলিউড অভিনেত্রীকেও হার মানাবে তার স্ত্রী

ক্রিকেটার সঞ্জু স্যামসন একজন সাধারণ ঘরের মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০১৮ সালে চারুলতার সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি।

Advertisement

আজ আমরা ভারতীয় ক্রিকেটের এমন একটি জুটি নিয়ে আলোকপাত করতে চলেছি তারা ধর্মের বাঁধা নিষেধ ভেঙে এক হওয়ার লড়াইতে অংশগ্রহণ করেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাদের এই বৈষম্য প্রেমের কাহিনী শুরু হয়েছিল ফেসবুকে। দীর্ঘদিন প্রেম, তারপর পরিবারের সম্মতিক্রমে সাত পাকে বাঁধা পড়া! ভারতীয় এই ক্রিকেটারের প্রেমের কাহিনী হার মানিয়েছে সিনেমার গল্পকেও। এই ভারতীয় ক্রিকেটার আর কেউ নন, বরং ভারতের উইকেট রক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। আপনাদের জানিয়ে রাখি, সঞ্জু স্যামসন খ্রিস্টান ধর্মাবলম্বী আর অন্যদিকে তার স্ত্রী চারুলতা হিন্দু ঘরে জন্মেছিলেন। তবে তাদের দুজনের সম্পর্ক ভালোভাবে মেনে নিয়েছিল দুই পরিবার। চলুন জেনে নেওয়া যাক, ভারতীয় এই ক্রিকেটারের প্রেমের গল্প-

২৭ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনের প্রেমের গল্প খুব কম মানুষই জানেন। কলেজে থাকাকালীন সঞ্জু স্যামসন ফেসবুকে চারুলতাকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিলেন এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। যা ধীরে ধীরে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে বিয়ের মাধ্যমে সম্পর্কের পূর্ণতা পায়। দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর অবশেষে ২২ ডিসেম্বর ২০১৮ সালে তাদের বিয়ের সম্পন্ন হয়। জানলে অবাক হবেন, সঞ্জু স্যামসনের স্ত্রী সৌন্দর্যে কোন বলিউড অভিনেত্রীর চেয়ে কম নয়। বরং রূপে গুনে যেকোন বলিউড অভিনেত্রীকে পেছনে ফেলতে পারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার রূপের ভক্ত নেহাত কম নয়। যে কারণে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছেন এই দম্পতি।

নিয়মিত জাতীয় দলে সুযোগ না পেলেও সঞ্জু ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেটার সঞ্জু স্যামসন একজন সাধারণ ঘরের মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০১৮ সালে চারুলতার সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তবে বিয়ের আগে তিনি প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। তার স্ত্রী চারুলতা, ছিলেন কলেজে তার সহপাঠী। সঞ্জু এবং চারু তিরুবনন্তপুরমের মার ইভানিওস কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে কলেজে দুজনের পড়ার বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ভিন্ন। যেখানে সঞ্জু সাধারণ বিষয় নিয়ে বিএ পাস করেছেন, সেখানে তার স্ত্রী মার ইভানিওস কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ধর্মের বাঁধা-নিষেধ পার করে বর্তমানে এই দম্পতি বেশ সুখেই দিন যাপন করছেন।

Related Articles

Back to top button