ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পোস্ট অফিস, কোথায় টাকা রাখলে আপনার লাভ বেশি?

স্টেট ব্যাংকের ডিপোজিট স্কিম এবং পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পের মধ্যে করা হয়েছে তুলনামূলক আলোচনা

Advertisement

ঝুঁকিহীন মাসিক আয়ের প্ল্যানের ক্ষেত্রে বেশিরভাগ বিনিয়োগকারী প্রথম পছন্দ হয়ে থেকে ব্যাংক অথবা পোস্ট অফিস। প্রতিমাসে নির্দিষ্ট সুদের হারে নিশ্চিত রিটার্ন পেতে সকলেই পছন্দ করেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে মাসিক আয়ের প্ল্যান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। তবে এর মধ্যেই দুটি সবথেকে জনপ্রিয় মাসিক আয়ের প্ল্যান হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যানুইটি ডিপোজিট স্কিম এবং পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প বা এমআইএস। আজকে এই দুটি প্রকল্পের মধ্যেই হবে তুলনা মূলক আলোচনা। চলুন দেখে নেওয়া যাক কোনটায় সুবিধা বেশি এবং কোনটাই সুবিধা কম।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিপোজিট স্কিমে এককালীন আপনারা টাকা জমা করতে পারবেন। এটি একটি মাসিক আয়ের স্কিম। এই আমানতের মেয়াদ যথাক্রমে ৩৬, ৬০, ৮৪, এবং ১২০ মাস। অপ্রাপ্তবয়স্করা চাইলে যৌথভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক আমানত স্কিম খুলতে পারবেন। এই বার্ষিক প্ল্যানটি সুদের হারের সাপেক্ষে মেয়াদী আমানতের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ১৪ই জুন ২০২২ সালে শেষবারের জন্য এই সুদের হার সংশোধন করা হয়েছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক আমানত প্রকল্পে ৩৬,৬০,৮৪ বা ১২০ মাসের জন্য বিনিয়োগ আপনারা করতে পারবেন। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৫.৪৫ থেকে ৫.৫০ শতাংশ। কোন দিকে প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৫.৯৫ থেকে ৬.৩০ শতাংশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রকল্পে একটি ওভারড্রাফ্ট না ঋণের সুবিধা দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণের সুবিধা পাওয়া যাবে। ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে ম্যাচিউরিটির আগে তা তোলা সম্ভব। তবে সেক্ষেত্রে কিছু পরিমাণ জরিমানা কেটে নেওয়া হবে।

অন্যদিকে রয়েছে পোস্ট মাসিক আয়ের প্রকল্প বা মান্থলি ইনকাম স্কিম একাউন্ট। পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম একাউন্ট খুলতে আপনাকে নূন্যতম ১,০০০ টাকা প্রথমে বিনিয়োগ করতে হবে এবং আমানত হবে ১,০০০ টাকার গুণিতকে। এই বিনিয়োগের সর্বোচ্চসীমা ৪.৫ লক্ষ টাকা এবং যৌথ একাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকা। পোস্ট অফিসের মান্থলি ইনকাম সেভিংস স্কিমের করযোগ্য সুদের হার ৬.৬ শতাংশ। তবে এক্ষেত্রে প্রবীন নাগরিকদের জন্য কোন অতিরিক্ত সুবিধা নেই। এই অ্যাকাউন্ট এর ক্ষেত্রে সুদ মাসিক ভিত্তিতে প্রদান করা হয়। একাউন্ট খোলার দিন থেকে পাঁচ বছরের মেয়াদ পূর্তির সময় পর্যন্ত এটি চলবে।

Related Articles

Back to top button