শুধুমাত্র ত্বকের জন্য নয়, অ্যালোভেরা চুলের খুশকি কমাতেও সাহায্য করে!
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : রুক্ষ, শুষ্ক ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার উপকারিতা আমরা সকলেই জানি। ত্বকের যত্ন নিতে অনেকেই নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহার করে থাকে। কিন্তু শুধুমাত্র ত্বকের পরিচর্যাই নয়, চুলের যত্ন নিতেও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। খুশকি দূর করতে খুবই উপকারী অ্যালোভেরার জেল।
অ্যালোভেরার রসঃ সপ্তাহে দুইবার অ্যালোভেরার রস দিয়ে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত করলে দূর হবে খুশকি। চুলে শ্যাম্পু করে অ্যালোভেরার রস লাগান চুলে। এরপর সুতির কাপড় দিয়ে ভালো করে ১৫ মিনিট মুড়ে রেখে প্রাকৃতিক ভাবে শুকিয়ে নিন।
অ্যালোভেরার পেস্টঃ অ্যালোভেরার পেস্ট তৈরি করে সেটা মাথার তালুতে ঘষে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। মাসে দুইবার এমন করলে খুব তাড়াতাড়িই খুশকি থেকে মুক্তি পাবেন।
অ্যালোভেরা জেলঃ অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে মাথার তালু থেকে চুলের নীচ পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। অ্যালোভেরার জেল প্রাকৃতিকভাবে পরিষ্কার করে চুল।
অ্যালোভেরা হেয়ার প্যাকঃ তিন টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে তৈরি করুন অ্যালোভেরা হেয়ার প্যাক। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে নিন। নিয়মিত এটি ব্যবহার করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের ঔজ্জ্বল্যও বাড়বে।