কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সপ্তম পে কমিশনের আওতায় বাড়তে পারে কর্মচারীদের মহার্ঘ ভাতা
খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। বর্ধিত মূল্য বৃদ্ধির কারণে এই মুহূর্তে সকলেই অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন। কিন্তু, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই মূল্যবৃদ্ধির কষ্ট লাঘব করার জন্য এগিয়ে এসেছে ভারত সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। সূত্রের খবর প্রায় চার শতাংশ হারে বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, এবারে খুব শীঘ্রই এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। যদি ৪ থেকে ৫ শতাংশ হারে মহার্ঘভাতা বৃদ্ধি হয় তাহলে এই মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩৮ থেকে ৩৯ শতাংশ। সম্ভাবনা আছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের রিপোর্ট অনুযায়ী, একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে, তেমনি কিন্তু তাদের বেসিক পে লেভেল বৃদ্ধি হবারও সম্ভাবনা রয়েছে। যদি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে অনেকটাই উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। রিপোর্ট অনুযায়ী প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের এই বিশেষ সিদ্ধান্তের ফলে।
করোনা ভাইরাসের সময়কালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কিছুদিনের জন্য হোল্ড করা হয়েছিল। তবে করোনাভাইরাস লকডাউন খোলার পর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া ডিএ ক্লিয়ার করার দাবি জানাচ্ছেন। সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বকেয়া মহার্ঘ ভাতা ক্লিয়ার করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে এখনো পর্যন্ত এই নিয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করা হয়নি সরকারের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, গত মার্চ মাসে কিন্তু কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করেছিল। আর আগস্ট মাসের শুরুতেই আবারো নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
এই মুহূর্তে ভারতে মূল্যবৃদ্ধি যে হারে দাঁড়িয়ে রয়েছে তাতে সাধারণ মানুষ একেবারে নাজেহাল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা জারি করার সহনসীমা অনেকদিন আগেই অতিক্রম করে গিয়েছে ভারতের মূল্য বৃদ্ধির হার। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জারি করা রিপোর্টে জানানো হয়েছিল, কোন একটি দেশের মূল্যবৃদ্ধির সর্বাধিক সহনসীমা হতে পারে ৬ শতাংশ। তবে চলতি বছরের এপ্রিল মাসে মূল্যবৃদ্ধি গিয়ে দাঁড়ায় ৭.৮ শতাংশে। জুন মাসের পর এই মূল্য বৃদ্ধির হার ৭% নেমে আসলেও, পাইকারি মূল্যবৃদ্ধি এখনো পর্যন্ত ১৬ শতাংশের কাছাকাছি রয়েছে। তাই এই অবস্থায়, এআইসিপিআই ইনডেক্স অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রায় ৪ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। অগত্যা কোন রাস্তা না থাকায় এবার হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হতে পারে খুব শীঘ্রই।