কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে এবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই রেশন কার্ড নিয়ে কঠোর হচ্ছে। যারা যারা রেশন কার্ড রাখার শর্ত পূরণ করতে পারবে না তাদের সরকারের কাছে রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নিয়ম না মেনে রেশন কার্ড জমা না দিলে, আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে আপনার বিরুদ্ধে। ইতিমধ্যেই সরকার কার্ড জমা দেয়ার তারিখ একাধিকবার বাড়িয়েছে। এরপরও কাউকে অসৎ উপায়ে রেশন আত্মসাৎ করতে দেখা গেলে সরকার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
কেন্দ্রীয় সরকার এখন তাদের রেশন কার্ড প্রকল্প শুধুমাত্র প্রয়োজনীয় মানুষদের কাজে লাগানোর জন্য অযোগ্য ব্যক্তিদের তালিকা নিয়ে তদন্ত করছে। অফিসিয়াল সূত্র মতে ইতিমধ্যেই অযোগ্য ব্যক্তিদের রেশন কার্ড জমা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখানে একটাই প্রশ্ন। কারা এই অযোগ্য ব্যক্তি? জানা গিয়েছে, যাদের ১০০ স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে অথবা যাদের চার চাকার গাড়ি ট্রাক্টর অথবা গ্রামের মধ্যে দু লাখ টাকা প্রতি বছরে ইনকাম (শহরের ক্ষেত্রে ৩ লাখ) রয়েছে তারা এই রেশন কার্ড প্রকল্পের জন্য অযোগ্য। এই সমস্ত ব্যক্তিকে ডিএসও অফিসে তাদের রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসলে ২০১১ সালের জনগণনার নিরিখে সরকার তাদের লক্ষ্যমাত্রার রেশন কার্ড তৈরি করে ফেলেছে। এরপর আর নতুন রেশন কার্ড তৈরি হবে না। তাই এখন সরকারের লক্ষ্য যাতে অযোগ্য ব্যক্তিদের কার্ড বাতিল হয়ে গিয়ে যোগ্য ব্যক্তিরা সকলেই এই রেশন পরিষেবা নিতে পারে। এখনো অব্দি জাতীয় খাদ্য সুরক্ষা দপ্তরে রেশন কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে ২০১১ সালের জনগণনা রিপোর্ট অনুযায়ী। যদিও ২০১১ সালের তুলনায় ২০২২ সালে দেশের অনেক রাজ্যে জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
আসলে করোনার কারণে ২০২১ সালে জনগণনা করা সম্ভব হয়নি। তাই এখন শুধুমাত্র যোগ্যদের রেশন দেওয়ার জন্য এক নতুন পন্থা অবলম্বন করেছে জাতীয় খাদ্য সুরক্ষা দপ্তর। ডিস্ট্রিক্ট সাপ্লাই অফিস বা ট্যাহসিলে রেশন কার্ডের জন্য আবেদন পত্র জমা পরলে তার ভিত্তিতে প্রথমে অনুসন্ধান চালানো হয়। তারপর অযোগ্য প্রমাণিত হলে আবেদন বাতিল করে দেয়া হয় এবং যোগ্য প্রমাণিত হলে সেখানেই তৎক্ষণাৎ রেশন কার্ড বানানো হয়।