আন্তর্জাতিকদেশনিউজ

ভারতের জন্য তৈরি আমেরিকা, এবার কি হতে চলেছে পাকিস্তানের?

Advertisement

ভারত ভাগের সাথে সাথে ভারত ও পাকিস্তান এই দুই দেশের সম্পর্কের মধ্যেও বিচ্ছেদ ঘটে। এই দুই দেশের সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার নিজের মতামত পোষণ করেছেন। ভারত – পাক সম্পর্ক নিয়ে আবারও একবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট।

৯ই সেপ্টেম্বর, সোমবার হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, “কিছুটা হলেও ভারত – পাক সম্পর্কের তিক্ততা কমেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফ্রান্সে জি ৭ বৈঠকে বহুক্ষণ ভারত – পাক নিয়ে আলোচনা হয়েছিল। তখন আমি জানিয়েছিলাম সাহায্যের প্রয়োজন হলে আমরা আছি। “এর আগেও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপের কথা বলেছেন ট্রাম্প। তবে ভারত প্রথম থেকেই এই হস্তক্ষেপের বিষয়টি অগ্রাহ্য করে। কাশ্মীর প্রসঙ্গে ট্রাম্পের পাশে বসে মোদীজি বলেছিলেন ভারত ও পাকিস্তানের একাধিক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে, দুটি দেশ মিলে এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করতে হবে।

তিনি আরও জানান যে কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা তাই পাকিস্তানের সাথে আলোচনা করে এই সমাধান করা হবে। এই সমস্যা নিয়ে তিনি অন্য কোনো দেশকে বিরক্ত করতে চাননা বলে স্পষ্টভাবে জানিয়ে দেন। এই কথার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, “কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমি নিশ্চিত, ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যা মিটিয়ে নেবে। মোদী কথা বলবেন পাকিস্তানের সাথে, উনি কিছু একটা ভালোই করবেন।

Related Articles

Back to top button