নিউজরাজ্য

আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে বইবে দমকা বাতাস

আগামী ৪ দিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে

Advertisement

বৃষ্টির ঘাটতির সমস্যার মাঝেই দুদিন আগে আলিপুর আবহাওয়া দপ্তর সুখবর জানিয়েছিল যে ক্রমে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত এখন বাংলা ও ওড়িশা উপকূলে এই নিম্নচাপ অবস্থান করছে যা কিছুটা হলেও দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরো শক্তিশালী হবে। তাই আগে থাকতেই বাংলার উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। গতকাল সন্ধ্যের মধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ সমুদ্র উত্তাল হবে। উপকূলে জলোচ্ছ্বাস বাড়ার প্রবল সম্ভাবনার কথা মাথায় রেখে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। এই দুই জেলার উপকূলের অংশে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই দুই জেলাতে। ঝোড়ো বাতাস বইতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাই উপকূলে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই সমস্ত জেলাতে বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে আগামী বুধবার ১০ আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান ঐদিন প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।

আজ অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত দীঘা, মন্দারমনি, তাজপুর সহ বকখালি, সাগর আইল্যান্ড ইত্যাদি সমুদ্রের নিকটবর্তী সিবিচে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। বারবার মাইকিং করে পর্যটকদের সাবধান করছে সংশ্লিষ্ট প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রবিবার মাইকিং করা সত্ত্বেও দীঘার সমুদ্রে নেমে স্নান করতে গিয়ে তলিয়ে যান কলকাতার এক বাসিন্দা।

Related Articles

Back to top button