২৫ বছর বাড়িতে বসেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি, জানুন কিভাবে
ভারত সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে নিবেশ করলে আপনারা ২৫ বছরের মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারেন।
যদি আপনি রিটায়ারমেন্টের প্ল্যান করে থাকেন তাহলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড হতে চলেছে আপনার জন্য সব থেকে ভালো স্কিম। এই প্রকল্পে নিবেশ করলে আপনারা সবথেকে বেশি সুদ পাবেন। এর জন্য আপনাকে ব্যাংকে গিয়ে নিজের পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনাকে টাকা বিনিয়োগ করতে হবে। এই একাউন্টে সর্বাধিক আপনি প্রতি বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে আপনারা ৭.১ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন এবং এই একাউন্টে আপনারা সর্বাধিক ১৫ বছর পর্যন্ত নিবেশ করতে পারেন। যদি আপনারা দীর্ঘমেয়াদী নিবেশ করতে চান তাহলে এটি হতে চলেছে আপনার সবথেকে ভালো অপশন। যদি এত বড় নিবেশ না করতে চান তাহলে পাঁচ বছরের পর্যন্ত আপনারা এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড চালাতে পারেন। তারপর যদি মনে হয় পাঁচ বছরের জন্য এক্সটেন্ড করতে পারেন দুইবারের জন্য। মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে ম্যাচুরিটি এক্সটেনশন ফর্ম ভরতে হবে।
যদি কেউ নিজের পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে প্রত্যেক মাসে ১২৫০০ টাকা জমা করেন তাহলে এক বছরে তার মোটামুটি দেড় লক্ষ টাকা জমা হয়ে যাবে। ১৫ বছর পরে সেই টাকা ৪৩ লক্ষ টাকা হয়ে দাঁড়াবে। আর যদি এই টাকা আপনি আরো দশ বছর অতিরিক্ত বাড়িয়ে দেন তাহলে ১.১৬ কোটি টাকা হয়ে যাবে।