আইসিসির নতুন ইভেন্ট হিসেবে চলতি বছর থেকেই শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ছয়টি দল ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করে দিয়েছে চ্যাম্পিয়নশিপে এখনও মাঠে নামতে বাকি দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তানের। বাংলাদেশে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেললেও সেটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ছিল না৷
দক্ষিণ আফ্রিকা তাদের অভিযান শুরু করতে চলেছে চলতি ভারত সফরেই। ছয়টি দলের প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একঝলক চোখ বুলিয়ে নেওয়া যাক। আইসিসি’র নির্ধারিত পয়েন্ট সিস্টেম অনুযায়ী নূন্যতম ২ ম্যাচের সিরিজে প্রতি টেস্টে জয়ের জন্য সংশ্লিষ্ট দল ৬০ পয়েন্ট করে ঘরে তুলবে।
সেই নিরিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্টে জয় তুলে নেওয়ায় ভারতের সংগ্রহে রয়েছে ১২০ পয়েন্ট আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে বিরাটের ভারত। তাই পরবর্তীকালে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের দিকে শুরুতেই একটা বড়ো ধাক্কা দিয়ে অনেকটা এগিয়ে গেছে ভারত তাই অন্যান্য ক্যাপ্টেন দের থেকে বিরাট অনেকটাই ভালো জায়গায় আছে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞ মহলের একাংশ।