এই সরকারি ব্যাঙ্কের ২ কোটি গ্রাহকের জন্য ধাক্কা, আজ থেকে নতুন নিয়ম প্রযোজ্য হবে
MCLR ভিত্তিক ঋণের হার ০.২০ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে BOB
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের রেপো রেট বৃদ্ধি করেছে। এর প্রভাব দেখা যাচ্ছে সর্বত্র। একের পর এক ব্যাঙ্ক তাদের সুদের হার বৃদ্ধি করছে। এবার সর্ববৃহৎ সরকারি ব্যাংক, ব্যাঙ্ক অফ বরোদা বিভিন্ন মেয়াদী ঋণের জন্য MCLR ভিত্তিক ঋণের হার ০.২০ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আজ অর্থাৎ ১২ আগস্ট শুক্রবার থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হবে। এর আগেই গত বুধবার অর্থাৎ ১০ আগস্ট MCLR ভিত্তিক ঋণের হার বৃদ্ধির কথা শেয়ার বাজারকে জানিয়ে দিয়েছিল ব্যাঙ্ক।
শেয়ারবাজারে পাঠানো তথ্য অনুযায়ী ব্যাংকের তরফে বলা হয়েছে যে এমসিএলআর হার বৃদ্ধি পাওয়ার অনুমোদন পাওয়া গিয়েছে। ১৩ আগস্ট থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। এক বছরের মেয়াদের জন্য বেঞ্চমার্ক এমসিএলআর ৭.৬৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭.৭০ শতাংশ করা হবে। বেশিরভাগ গ্রাহকের ঋণের সুদের হার এই অনুযায়ী নির্ধারিত হবে। এছাড়া এক মাসের ঋণের জন্য এমসিএলআর ০.২০ শতাংশ বাড়িয়ে ৭.৪০ শতাংশ করা হয়েছে।
এছাড়াও জানা গিয়েছে যে তিন মাস এবং ছয় মাসের ঋণের জন্য এমসিএলআর ০.১০ শতাংশ বাড়িয়ে যথাক্রমে ৭.৪৫ ও ৭.৫৫ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই গত সপ্তাহে রেপো রেট ০.৫০ শতাংশ বাড়িয়েছে। এরপর থেকে বিভিন্ন ব্যাংকগুলি তাদের সুদের হার বৃদ্ধি করছে। এর আগে আইসিআইসিআই, কানারা ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।
আপনাদের জানিয়ে রাখি, ব্যাঙ্ক অফ বরোদার এই সিদ্ধান্তের ফলে প্রায় ২০ মিলিয়ন গ্রাহক প্রভাবিত হবে। আসলে গত দুই মাসে আরবিআই তিনবার রেপো রেট বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ৪০ বেসিস পয়েন্ট, ৫০ বেসিস পয়েন্ট ও আবার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে বিভিন্ন জায়গায় সুদের হার ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে।