প্রতি বছর ১৫ ই আগস্ট দিনটিতে ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়ে আসছে। এবছর ৭৫ তম স্বাধীনতা দিবস পালন হতে চলেছে ভারতে। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল এবং এই কারণেই ১৫ আগস্ট দিনটি ভারতের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিয়েছিলেন একটি ঐতিহাসিক ভাষণ। এই ভাষণকে ট্রিষ্ট উইথ ডেসটিনি বলা হয়ে থাকে। এই ভাষণটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সংসদে দেওয়া প্রথম ভাষণ। আর তিনিই ছিলেন প্রথম যিনি লালকেল্লা থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
তবে ১৯৪৭ এর ১৫ আগস্ট কিন্তু এই পতাকা উত্তোলন করা হয়নি। লোকসভার সচিবালয়ের তরফ থেকে জারি করা একটি গবেষণাপত্র অনুসারে নেহেরু প্রথমবার এই পতাকা উত্তোলন করেছিলেন ১৯৪৭ সালের ১৬ আগস্ট লালকেল্লা থেকে। ভারত পাকিস্তানের সীমানা ওই সালের ১৫ আগস্ট নির্ধারিত হয়নি। বরং ১৭ আগস্ট রেডক্লিফ লাইনের ঘোষণা করার সঙ্গে সঙ্গে এটির ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছিল লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৯৪৭ সালের ৪ জুলাই ব্রিটিশ হাউজ অফ কমেন্সে ভারতের স্বাধীনতা বিল পেশ করা হয়েছিল এবং এই বিলে ভারত ভাগ এবং পাকিস্তান গঠনের প্রস্তাব রাখা হয়েছিল। বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই গৃহীত হয়েছিল। আর ১৪ আগস্ট দেশভাগের পর ১৪ থেকে ১৫ ই আগস্ট এর মধ্যরাতে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়।
তবে ভাবার বিষয় হল, এতদিন থাকতে কেন ১৫ আগস্টকে ভারতের স্বাধীনতার জন্য বেছে নেওয়া হয়েছিল? এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মত রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, চক্রবর্তী রাজা গোপালাচারির পরামর্শে লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য ১৫ আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতার জন্য বেছে নিয়েছিলেন। রাজা গোপালাচারি লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিলেন, যদি তিনি ১৯৪৮ সালের ৩০ জুন পর্যন্ত অপেক্ষা করেন তাহলে তার কাছে স্থানান্তর করার কোন শক্তি থাকবে না। তাই এমন পরিস্থিতিতে মাউন্টব্যাটেন ১৫ আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়ার পক্ষে ছিলেন।
তবে অন্যান্য কিছু ইতিহাসবিদ মনে করেন, লর্ড মাউন্টব্যাটেন ১৫ আগস্ট দিনটিকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করেছিলেন এবং এই জন্যই তিনি ভারতের স্বাধীনতার জন্য ওই তারিখটি বেছে নিয়েছিলেন। মাউন্টব্যাটেনের কাছে ১৫ আগস্ট দিনটি মঙ্গলজনক ছিল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপান সেনাবাহিনী ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল এবং মাউন্টব্যাটেন সেই সময় মিত্রবাহিনীর সেনাপতি ছিলেন। তাই এটা বলাই যেতে পারে, ভারতের স্বাধীনতা দিবসের দিনটিকে নিয়ে নানা মুনির রয়েছে নানা মত।