বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।
আগস্ট মাসে চলছে একের পর এক চলছে অনেক উৎসব। মহরম, রাখী বন্ধন ও স্বাধীনতার জন্য পর পর ছিল ছুটি। তবে এখানেই শেষ নয়। কৃষ্ণ জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থীর জন্য এবার আবারো ছুটি পেতে চলেছেন ব্যাংক কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে পালন হয়ে থাকে এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব। এই কারণে ১৮ আগস্ট ব্যাংকগুলি বন্ধ থাকবে। পাশাপাশি ১৯ ও ২০ আগস্টেও বন্ধ থাকবে বিভিন্ন ব্যাংক। এই প্রতিবেদনে জেনে নিন কোন কোন শহরে ব্যাংক বন্ধ থাকবে কদিন করে।
আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার জন্মাষ্টমীর জন্য ব্যাংক বন্ধ ছিল ওড়িশা, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে। আগামী ২০ আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর জন্য হায়দ্রাবাদে ব্যাংক বন্ধ থাকবে। তারপর ২১ আগস্ট রবিবার হওয়ার জন্য সাপ্তাহিক ছুটি হিসেবে দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে। এরপর বেশ কয়েকদিন কোন ছুটি নেই। ২৯ আগস্ট গুয়াহাটিতে ব্যাংক বন্ধ থাকবে সীমন্ত শংকরদেব তিথি উপলক্ষে। এরপর ৩১ আগস্ট গনেশ চতুর্থী উপলক্ষে আমেদাবাদ, বেলাপুর, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর এবং পানাজিতে ব্যাংক বন্ধ থাকবে।