গত সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন ধরেই। সেই জন্য মোটামুটি কিছুদিনের জন্য স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গবাসী। সাথে সামান্য হলেও পূরণ হয়েছিল বৃষ্টির ঘাটতি। কিন্তু বৃষ্টি থামার পরেই অনুভূত হতে শুরু হয়েছে ভ্যাপসা গরম। কিন্তু সুখবর এটাই যে আবারও সেই একই ভঙ্গিমাতে নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের বুকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু করে আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া ওই নিম্নচাপের প্রভাবে ওড়িশা উপকূলে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই উড়িষ্যাতে বৃষ্টি আরো বাড়বে এবং তার জেরেই প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বৃষ্টির সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে বাতাস। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কলকাতায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি। বিক্ষিপ্ত কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস এর আশে পাশে থাকলে ফিল লাইক টেম্পারেচার ৩৬-৩৭ ডিগ্রী সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতার আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৮৭ শতাংশ। বৃষ্টি হলে আদ্রতাজনিত অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পাওয়া যাবে। আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টি হবে।