১০ লক্ষ শূন্যপদে গ্রুপ বি এবং সি-পদে বিরাট নিয়োগ, দারুন সুখবর চাকরিপ্রার্থীদের জন্য
কেন্দ্রীয় সরকারের এই বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমে প্রায় ১০ লক্ষ কর্মীর নিয়োগ সম্পন্ন হবে বলে জানিয়েছে সরকার
এই মুহূর্তে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় নিয়োগের সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকার। আপনারা যারা দীর্ঘদিন যাবত সরকারি চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য একটা বিরাট নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। রাজ্যজুড়ে যে কোন জেলা এবং প্রান্ত থেকে যে কেউ আবেদন জানাতে পারবেন এই চাকরির জন্য। পুরুষ এবং মহিলা যেকোনো প্রার্থী এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। দিনের পর দিন পর্যাপ্ত নিয়োগের অভাবে সারা দেশে যেখানে বেকারত্বের সমস্যা দুর্বার গতিতে বাড়ছে, সেখানে এমন পরিস্থিতিতে এরকম একটি দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করবেন না। চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগের সম্পূর্ণ খুঁটিনাটি।
কেন্দ্রের এই বিরাট সরকারি চাকরির নিয়োগের মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্র তথা বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সরকারি গ্রুপ এ লেভেলের কর্মী নিয়োগ, সরকারি গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগ এবং গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। অঢেল শূন্য পদ এই মুহূর্তে তৈরি হয়েছে এই সমস্ত কাজের জন্য। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে লোকসভায় কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের দেওয়া পরিসংখ্যান এবং হিসেব অনুযায়ী মোটামুটি ৯,৭৯,৩২৭টি শূন্যপদ এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ প্রায় ১০ লক্ষের কাছাকাছি কর্মী নিয়োগ হচ্ছে এই সমস্ত পদে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই প্রক্রিয়ায় তিনটি পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে গ্রুপ এ, বি এবং সি পদে কর্মী নিয়োগ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ হচ্ছে ৮,৩৬,৯৩৬ জন, গ্রুপ বি পদে ১,১৮,৮০৭ জন এবং গ্রুপ এ পদে কর্মী নিয়োগ হচ্ছে ২৩,৪৫৪ জন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় আধিকারিক বলছেন, শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করা না হলেও একটু উঁচু পদ তথা গ্রুপ এ লেভেলের পদে আগে কর্মী নিয়োগ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এরপর গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ হবে।
কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এই সুবিশাল নিয়োগ। কেন্দ্রের ছোট থেকে বড় সমস্ত রকম ক্ষেত্রের জন্য বিপুল পরিমাণে শূন্য পদে কর্মী নেওয়া হচ্ছে। গত দু’বছর করোনাভাইরাসের কারণে এবং লকডাউনের কারণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা সম্ভব হয়নি। এই কারণেই সেই সমস্ত শূন্য পদ পূরণ করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী দেড় বছরে ১০ লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।