ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের। এই জন্যই আপনাদের জানিয়ে রাখি আগামীকাল রবিবার থেকে দক্ষিণপূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন।
ভারতীয় রেলওয়ে সূত্রে খবর যে আগামীকাল রবিবার ২১ আগস্ট থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫২ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সাউথইস্ট সেন্ট্রাল রেলে বিলাসপুর ডিভিশনের রায়গর ঝাড়সুগুদা শাখায় ইন্টারলকিং এর কাজ চলবে এই কদিন। আর তার যার এই এতগুলি ট্রেন বাতিল করার পথে হাঁটতে বাধ্য হচ্ছে ভারতীয় রেল। বাতিল হওয়ার ট্রেনের মধ্যে দৈনিক ট্রেন ছাড়াও রয়েছে সাপ্তাহিক ও দি সাপ্তাহিক ট্রেনও। ট্রেনগুলোর অধিকাংশ হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়ে। এই তালিকায় নেই তো আপনার যাতায়াতের ট্রেন। জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই দেখুন।
দেখে নিন বাতিল হওয়ার ট্রেনের তালিকা:
- হাওড়া-পুণে
- হাওড়া-মুম্বই
- হাওড়া-আহমেদাবাদ
- শালিমার-এলটিটি
- সাঁতরাগাছি-পুণে
- শালিমার-পোরবন্দর
- শালিমার-ওখা
- সাঁতরাগাছি-নান্দেড়
- হাওড়া-সাঁইনগর
- সাঁতরাগাছি-পূর্বাঞ্চল এক্সপ্রেস-সহ বহু ট্রেন