ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল প্রায় সকলেই কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করে রাখেন। ভবিষ্যতের জন্য আজকাল টাকা সঞ্চয় করে রাখা অবশ্যই উচিত। সরকারি ব্যাংকের পাশাপাশিও যেসব ব্যাংকের সুদের হার বেশি, সেইসব ব্যাংকে মানুষ বেশি অ্যাকাউন্ট খুলে থাকেন। এক কথায় বলতে গেলে গ্রাহকদের জন্য এখন ব্যাংক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার আরবিআইয়ের এক সিদ্ধান্তের জন্য বড়সড় দুঃসংবাদ পেতে চলেছেন এক ব্যাংকের গ্রাহকরা। ঘটনাটি কি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই সম্প্রতি একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। তারা একটি কো-অপারেটিভ ব্যাংকের ওপর কড়া পদক্ষেপ নিয়ে লাইসেন্স বাতিল করার পথে এগিয়েছে। কি সেই কোঅপারেটিভ ব্যাংক? রিপোর্ট অনুযায়ী, কর্নাটকের ডেকান আরবান কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২২ সালের ১৮ ই আগস্ট থেকে তাদের ব্যাঙ্ক লাইসেন্স বাতিল হল। এই পরিস্থিতিতে আরবিআই রেজিস্টার অফ কোঅপারেটিভ ব্যাংক কমিটির কাছে এই ব্যাংকের সমস্ত টাকা ম্যানেজ করার দায়িত্ব দিয়েছে। নিয়োগ করা হয়েছে এক স্পেশাল অফিসার।
আসলে জানা গিয়েছে ডেকান আরবান কোঅপারেটিভ ব্যাংকের উপার্জনের কোনো উপায় ছিল না। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকের উপর কড়া পদক্ষেপ নিয়েছে। এছাড়াও বর্তমানে ওই ব্যাংকের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার মত মূলধন অব্দি তাদের কাছে ছিল না। তবে যে গ্রাহকদের টাকা রয়েছে তাদের ভয় পাওয়ার কোন দরকার নেই। যে সমস্ত গ্রাহকদের টাকা ডেকান আরবান কোঅপারেটিভ ব্যাংকের জমা আছে তারা ৫ লক্ষ টাকার জমার ওপর বীমা সুবিধা পাবেন।