আগামী পাঁচদিন সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে মোদি সরকার, জানুন কি কি লাভ পাবে ভারতীয়রা
আজ থেকেই ২০২২-২৩ অর্থ বর্ষের দ্বিতীয় দফার গোল্ড বন্ড রিলিজ করে দেওয়ার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
আজ থেকে আবারও সস্তায় কিনতে পারবেন সোনা। তেমনি সুযোগ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী পাঁচদিন পর্যন্ত সেই সুযোগ পাবেন আপনারা। কিন্তু কিভাবে সস্তায় সোনা কিনবেন, কেনই বা সোনা এতটা সস্তা হচ্ছে, কি কি সুবিধা আপনারা পাবেন, সর্বোচ্চ কত দামে সোনা কেনা যাবে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন চটজলদি।
আজ অর্থাৎ সোমবার ২২ আগস্ট থেকে বাজারে ছাড়া হচ্ছে ২০২২-২৩ অর্থ বর্ষের দ্বিতীয় দফার গোল্ড বন্ড। যা চলবে আগামী ২৬ আগস্ট শুক্রবার পর্যন্ত। অর্থাৎ আগামী পাঁচ দিন সস্তায় সোনা কেনার সুযোগ পেয়ে যাবেন ভারতবাসীরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হচ্ছে এবারে প্রতি গ্রাম সোনার দাম ৫,১৯৭ টাকা ধার্য করা হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি গোল্ড বন্ডের ক্ষেত্রে কিন্তু হাতে সোনা পাওয়া যায় না। বন্ড হিসেবে সোনায় বিনিয়োগ করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের মতে, গোল্ড বন্ডের একাধিক সুবিধা রয়েছে। সোনা কিনলে যেরকম সুরক্ষার একটা ঝুঁকি থেকে যায়, গোল্ড বন্ডের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা নেই। কোন জিএসটি পড়বেনা এই বন্ডের ক্ষেত্রে। পাশাপাশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও এই বন্ড ব্যবহার করা যাবে।
কতদিনের জন্য গোল্ড বন্ড কিনতে হয়? এই প্রশ্নের উত্তরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা জানাচ্ছেন, কোন একটি গোল্ড বন্ডের মেয়াদ সর্বাধিক আট বছর পর্যন্ত হতে পারে। কেউ চাইলে ৮ বছরের মেয়াদ শেষের আগেই নিজের বোল্ড বন্ড বিক্রি করতে পারেন। পঞ্চম বছরের পর পরবর্তী সুদ প্রদানের দিনে গোল্ড বন্ডে এক্সিট অপশন পেয়ে যাবেন। অর্থাৎ সেদিন এই বন্ড আপনি ছাড়তে পারেন। তবে প্রশ্নটা হল, নূন্যতম এবং সর্বোচ্চ কত গোল্ড বন্ড আপনি কিনতে পারেন? কেউ যদি গোল্ড বন্ড ক্রয় করতে চান তাহলে ন্যূনতম আপনাকে এক গ্রাম সোনা কিনতে হবে। তারপরে এক গ্রামের গুণিতকে আপনাকে সোনা ক্রয় করতে হবে। সোনা কেনার সর্বোচ্চ সীমার ক্ষেত্রে একাধিক শ্রেণীবিভাগ রয়েছে।
কোন একটি অর্থবর্ষে (এপ্রিল থেকে মার্চ) কোন একজন ব্যক্তি সর্বাধিক চার কিলোগ্রামের মতো গোল্ড বন্ড কিনতে পারেন। হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৪ কিলোগ্রাম মতোই। তবে ট্রাস্ট বা সেই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বাধিক ২০ কিলোগ্রাম পর্যন্ত গোল্ড বন্ড কেনার সুযোগ রয়েছে। কোথা থেকে আপনারা পাবেন এই গোল্ড বন্ড? হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, স্মল ফিনান্স ব্যাংক এবং পেমেন্ট ব্যাংক, নির্দিষ্ট ডাকঘর বা পোস্ট অফিস এবং নির্দিষ্ট স্টক এক্সচেঞ্জ থেকে আপনারা গোল্ড বন্ড কিনতে পারবেন। সশরীরে গিয়ে গোল্ড বন্ড কেনার পাশাপাশি আপনারা অনলাইনেও গোল্ড বন্ড কিনতে পারেন।
আপনারা যদি অনলাইনেগোল্ড বন্ড কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটি বিশেষ ডিসকাউন্ট। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা অনলাইনে এই গোল্ড বণ্ড ক্রয় করবেন এবং ডিজিটাল মাধ্যমে লেনদেন করবেন তারা প্রতি গ্রামে ৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ বাজার মূল্যের থেকে কম দামে তারা গোল্ড বন্ড কিনতে পারবেন।