৭ ই সেপ্টেম্বর বিক্রম ল্যান্ডারের এর সাথে যোগাযোগ না হওয়ায় ইসরো তথা গোটা ভারতবাসী হতাশ হয়েছিল। এই হতাশা কটিয়ে নতুন এক পদক্ষেপ নিল ভারতীয় বায়ুসেনা।
সবেচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারতীয় বায়ুসেনা। ৭০ কিমি দূর থেকে শত্রুপক্ষের এয়ারক্রাফ্টকে ধ্বংস করে দিতে পারে। এটির মধ্যে রয়েছে ১৫ কেজি এর মারাত্মক বিস্ফারক। এর ফলে আরও শক্তিশালী হল ভারতীয় বায়ুসেনা।
Sukhoi-30 MKI যুদ্ধবিমান থেকে লঞ্চ করা হয় ক্ষেপণাস্ত্রটি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, একাধিক রাডার, ইলেকট্রিক-অপটিক্যাল, সেন্সর সিস্টেমকে এই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে পেরেছে। এই ক্ষেপণাস্ত্র লঞ্চে সফল হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এই মিশাইল টি ৭০ কিমি দূরে থাকা ড্রোন বা এয়ারক্রাফ্টকে সহজেই ধ্বংস করতে পারে। ঘন্টায় ৫,৫৫০ কিমি বেগে টার্গেটকে ধ্বংস করবে এই ক্ষেপণাস্ত্রটি। ৫০ টি সরকারি ও বেসরকারি সংস্থা মিলে মিসাইলটি তৈরি করেছে ডিআরডিও। Sukhoi-30 MKI নামক যুদ্ধবিমান থেকে ছাড়া হবে এই ক্ষেপণাস্ত্রটি।