বেশ চিন্তায় ভারতীয় দল! কেন জানেন?

কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তিক্ততর হয়ে উঠেছে। পাকিস্তানের মাওবাদী হামলার আশঙ্কা বরাবরই রয়েছে সকল ভারতবাসীর মনে। এর থেকে বাদ নেই ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও। আজ বুধবার,…

Avatar

কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তিক্ততর হয়ে উঠেছে। পাকিস্তানের মাওবাদী হামলার আশঙ্কা বরাবরই রয়েছে সকল ভারতবাসীর মনে। এর থেকে বাদ নেই ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও।

আজ বুধবার, মোহালিতে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ খেলবে ভারত। প্রসঙ্গত ধর্মশালায় বৃষ্টিতে প্রথম টি-২০ ভেস্তে যায়। কিন্তু আজ ম্যাচ শুরুর আগে আর।এক খারাপ খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য। আজকের ম্যাচে চন্ডীগড় পুলিশ ভারতীয় দলকে কোনোরকম নিরাপত্তা দিতে পারবে না।

এর আগে ধর্মশালায় ভারতীয় দলকে সুরক্ষা দিয়েছিল পুলিশ। এরপর ৯ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগে নিরাপত্তা দিতে অস্বীকার করে চন্ডীগড় পুলিশ। যার ফলে বোর্ড ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা করেছে।