টেক বার্তা

শীঘ্রই লঞ্চ হবে মারুতি সুজুকির নতুন গাড়ি Grand Vitara, দেখে নিন অত্যাধুনিক ফিচার এবং দাম

এই নতুন গাড়িটিকে মারুতি সুজুকি কোম্পানিটি লঞ্চ করতে চলেছে তাদের নতুন এসইউভি গাড়ি হিসেবে

Advertisement

সেপ্টেম্বর ২০২২ এ লঞ্চ হতে চলেছে মারুতি সুজুকি কোম্পানির বহু প্রতীক্ষিত গাড়ি Grand Vitara SUV। কর্নাটকের বিদাদীর একটি নির্মাণ কারখানায় এই গাড়িটি প্রস্তুত হয়েছে বলে জানাচ্ছে কোম্পানি। একে নতুন রিপোর্টে দাবী করা হয়েছে, এখনো পর্যন্ত এই গাড়ি লঞ্চ এর আগেই ৪০,০০০ এর বেশি ইউনিট বুকিং হয়ে গিয়েছে।

আগামী মাসে এই নতুন মডেলের ডেলিভারি শুরু হতে চলেছে। একটা বড় সংখ্যায় এই গাড়ি বিক্রয় হতে পারে। সম্ভাবনা আছে, এই গাড়ির ৩,৮৭,০০০ ইউনিট ডেলিভারি হতে পারে। এখনো পর্যন্ত ৩৮,০০০ ইউনিট বলেনো হ্যাচব্যাক বিক্রি হয়নি। এই গাড়িটিকে ২০২২ এর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। সেটির বিক্রির পরে হয়ত এই নতুন Vitara গাড়ির বিক্রি শুরু হতে পারে। অন্যদিকে সম্প্রতি লঞ্চ হওয়া মারুতি সুজুকি ব্রেজ্জা গাড়িটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এখনো পর্যন্ত এই গাড়ির ৩০০০০ এর মত ইউনিট ডেলিভারি হওয়া বাকি রয়েছে।

অর্থাৎ বলতে গেলে এই মুহূর্তে ভারতীয় বাজারে মারুতি সুজুকি কোম্পানির রমরমা শুরু হয়ে গিয়েছে। সম্ভাবনা আছে এই নতুন গ্র্যান্ড ভিটারা গাড়ির দাম ৯.৫ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে হতে পারে। এই গাড়িটি আদতে একটি মাইলড হাইব্রিড গাড়ি এবং তার সাথেই মজবুত হাইব্রিড পাওয়ার ট্রেন থাকবে এই গাড়ির সঙ্গে। এই গাড়িতে আপনারা পাবেন SUV ৬ ট্রিম – সিগমা, ডেল্টা, জিটা, আলফা, জিটা প্লাস হাইব্রিড এবং আলফা প্লাস হাইব্রিড।

এই গাড়িটি নয়টি আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে ছয়টি মনোক্রম এবং তিনটি ওয়ালটন কালার। এই রং এর অপশনের মধ্যে রয়েছে স্প্লেনন্ডিড সিলভার, নেক্সা ব্লু, গ্র্যান্ডিওর গ্রে, আর্কটিক হোয়াইট, মেরুন ব্রাউন, নেকসা ব্ল্যাক। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১.৫ লিটারের K15C ডুয়াল জেড পেট্রোল এবং ইন্টেলিজেন্ট হাইব্রিড টেকনোলজির সাথে ১.৫ লিটার TNGA পেট্রল ইঞ্জিন। ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটি ১০২ হর্স পাওয়ার এবং ১৩৬.৮ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।

Related Articles

Back to top button